নারী ঢাকা লিগে প্রথম ফাইফার নাহিদার
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চলমান নারী ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ফাইফার নেন নাহিদা আক্তার। আর তাতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে নিগার সুলতানার দল রূপালী ব্যাংক।
খেলাঘরকে ৪৫ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রূপালী ব্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে ফারজানা হক (৫৪) ও মুক্তা রবিন্দ্রর (৫৭) ফিফটিতে রূপালী ব্যাংক ৭ উইকেটে ২৬৪ রান করে।
জবাবে ২১৯ রানে থামে খেলাঘরের ইনিংস। বাঁহাতি স্পিনার নাহিদা আখতার ২২ রানে ৫ উইকেট নিয়েছেন।
পাশের মাঠে বিকেএসপির মেয়েদের ৩ উইকেটে হারিয়েছে আবাহনী। আগে ব্যাট করে বিকেএসপি ১৮৬ রানে অলআউট হয়। আবাহনী ৭ উইকেট হারিয়ে সে রান টপকে যায়। আবাহনীর ওপেনার শামিমা সুলতানা সর্বোচ্চ ৭৪ রান করেন।
দিনের আরেক ম্যাচে ফেবারিট মোহামেডানও জয়ের দেখা পেয়েছে। কেরানীগঞ্জের বিপক্ষে ৮ উইকেটে ২৪৬ রান করে সালমা খাতুনের দল। জবাবে মাত্র ৩১ রানে অলআউট হয় কেরানীগঞ্জ। তাতে ২১৫ রানের বড় জয় পায় মোহামেডান।