ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ামিতে যাওয়ার আগে চীনে মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১০ জুন ২০২৩   আপডেট: ১৯:০৬, ১০ জুন ২০২৩
মিয়ামিতে যাওয়ার আগে চীনে মেসি

রোমাঞ্চে ভরপুর ছিল শেষ সপ্তাহ। পিএসজি ছেড়ে লিওনেল মেসি কোথায় যাচ্ছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। মেসির বাবা বার্সেলোনাতে যাওয়ায় আলোচনা ছড়াচ্ছিল, মেসি ফিরছেন পুরোনো ঠিকানায়।

কিন্তু সপ্তাহের শেষ দিকে মেসি নিজেই ঘোষণা দেন, বার্সেলোনা কিংবা সৌদি আরবের কোনো ক্লাব নয়, তার ঠিকানা হচ্ছে ইন্টার মিয়ামি। তবে সেখানে যোগ দেওয়ার আগে মেসি এখন পৌঁছে গেছেন চীনে।

শনিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করেন মেসি। সেখানে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামার কথা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন মেসির। আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে ইন্দোনেশিয়া উড়াল দেবেন মেসি-ডি মারিয়ারা।

১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে বিশ্বজয়ীরা। এরপর মেসির ঠিকানা হবে মিয়ামি। ২০১৭ সালের পর এবারই প্রথম চীনে গিয়েছেন মেসি। তবে এর আগে আরো ছয়বার মেসির পা পড়েছে দেশটিতে।

মেসিকে স্বাগত জানিয়েছে সমর্থকরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মেসির জার্সি গায়ে জড়ো হয়েছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপেও খেলেছিল আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনে মেসির দল তাদেরকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। 

ঢাকা/ইয়াসিন/রিয়াদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়