ঢাকা     রোববার   ২৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

ভারতের জার্সিতে পাকিস্তানের নাম!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১০ আগস্ট ২০২৩   আপডেট: ১৬:৪৫, ১০ আগস্ট ২০২৩
ভারতের জার্সিতে পাকিস্তানের নাম!

ভারত-পাকিস্তান মানেই দ্বন্দ্বমুখর সম্পর্ক। বারুদুন্মুখ অবস্থা। দেশ দুটির মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব প্রভাব ফেলে ক্রীড়া ক্ষেত্রেও। তাইতো গেল এক দশক ধরে দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এমনকি একটি দেশ আরেক দেশ সফরেও যাচ্ছে না।

এমন অবস্থায় ভারতের জার্সিতে যদি পাকিস্তানের নাম থাকে তাহলে বিষয়টা বিস্মিত হওয়ার মতোই। বিস্ময়কর হলেও এমনটাই ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো। এর আগে কখনো এমনটি হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের আসন্ন এশিয়া কাপের জার্সির ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের জার্সির বুকে লেখা রয়েছে পাকিস্তানের নাম। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

মূলত ২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ভারত সেখানে গিয়ে না খেললেও আয়োজক হিসেবে পাকিস্তানের নাম আছে এশিয়া কাপের জার্সিতে।

চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ। এবারের আসরটি হচ্ছে পাকিস্তান প্রস্তাবিত হাইব্রিড মডেলে। আয়োজক হিসেবে পাকিস্তান ঘরের মাঠে খেলবে ৪টি ম্যাচ খেলবে। বাকি ৯টি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়।

ঘরের মাঠ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাবর-রিজওয়ানরা। আগামী ২ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি হবে পাল্লেকেলেতে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়