ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপের আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৫:৪৫, ২৪ আগস্ট ২০২৩
এশিয়া কাপের আগে লঙ্কান শিবিরে বড় ধাক্কা

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগেই বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। ইনজুরির কারণে এশিয়া কাপের এবারের আসরে খেলা হচ্ছে না ফাস্ট বোলার দুশমন্থা চামিরার। ৩১ বছর বয়সী ডানহাতি এই পেসার কাঁধের চোটে পড়েছেন। ফলে আসরজুড়েই তাকে থাকতে হবে মাঠের বাইরে।

চামিরার ইনজুরির ব্যাপারটা জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সুত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, চামিরা কাঁধের ইনজুরিতে ভুগছেন এবং তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন তিনি। 

আরো পড়ুন:

এর আগেও ইনজুরিতে পড়েছিলেন চামিরা। চলতি বছরের জুনে গোঁড়ালির ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। লঙ্কান প্রিমিয়ার লিগের আগে ইনজুরি থেকে সেরে ওঠেন এই পেসার। আবার নতুন করে তার এই ইনজুরি দলের জন্য দুশ্চিন্তার খোরাক হয়ে এসেছে।

ঐদিকে, ইনজুরির কারণে লঙ্কান প্রিমিয়ার লিগের ফাইনালে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। একই কারণে এশিয়া কাপের দলে তার থাকা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে যদি ফিটনেস টেস্টে পাস করতে পারেন, তাহলেই কেবল দলে অন্তর্ভূক্ত করা হবে তাকে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়