ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুমু কাণ্ডে শাস্তি পেতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবল প্রধান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ০৮:৫২, ২৫ আগস্ট ২০২৩
চুমু কাণ্ডে শাস্তি পেতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবল প্রধান

নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন নারী দলের এক খেলোয়াড়কে প্রকাশ্য চুমু দিয়ে বিতর্কিত হয়েছিলেন স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান লুইস রুবিয়ালেস। এ নিয়ে কম সমালোচনা হয়নি। এবার তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রমের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছে, রুবিয়ালেসের আচরণ ফিফা ডিসিপ্লিনারি কোডের ধারা ১৩-এর দুটি অনুচ্ছেদ ভঙ্গ করে থাকতে পারে। সব বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। 

আরো পড়ুন:

স্প্যানিশ ফুটবল প্রধানের এমন কাণ্ডের পর শুধু ফিফা নয়, ফুটবলের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শাস্তির দাবি জানিয়ে আসছে। রুবিয়ালেসের শাস্তির দাবি জানিয়েছে দেশটির নারী ফুটবলারদের ইউনিয়ন ‘ফুটপ্রো’। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মুখপাত্র কার্লোস দি লাস হেরাস স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

চলতি মাসের ২০ তারিখে সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালের পুরস্কার মঞ্চে রুবিয়ালেস স্প্যানিশ মিডফিল্ডার জেনি হেরমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন রুবিয়ালেস। এমন কাণ্ডে ড্রেসিং রুমে ফিরে নিজের অস্বস্তির কথা জানান হেরমোসো।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়