ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলভারেজ ম্যাজিকে জিতলো ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৩
আলভারেজ ম্যাজিকে জিতলো ম্যানচেস্টার সিটি

ফেভারিট হয়েই মাঠে নেমেছিল চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের শিরোপা জয়ী দল ম্যানচেস্টার সিটি। তবে মাঠের লড়াইয়ে যে ফেভারিট বলতে কিছু নেই সেটাও বুঝিয়ে দিল সার্বিয়ান দল রেড স্টার বেলগ্রেড। তাদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে জুলিয়ান আলভারেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। বাকি গোলটি করেছেন রুদ্রি। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠ ইতিহাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই অচেনা এক সিটিকে দেখতে পায় দর্শকরা। এই সুযোগে এগিয়ে যায় রেড স্টার। প্রতি-আক্রমণ থেকে রেড স্টারকে দারুণ ফিনিশিংয়ে গোল করে এগিয়ে দেন উসমান বুখারি। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

আরো পড়ুন:

বিরতির পর অবশ্য নিজেদের চেনা ছন্দে ফিরে আসে ইংলিশ চ্যাম্পিয়নরা। খেলা শুরুর ২ মিনিট পরেই আরলিং হালান্ডের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে সমতায় ফেরান আলভারেজ। এর খানিক বাদে আবারও এগিয়ে যায় সিটিজেনরা। ৬০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা।

আলভারেজের দ্বিতীয় গোলের একটু পর ফোডেনের অ্যাসিস্ট থেকে গোল করে ব্যবধান ৩-১ করে ম্যাচ রেড স্টারের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান রুদ্রি। এরপর ব্যবধান আরও বড় করার সুযোগ এসেছিল হালান্ডের সামনে। কিন্তু তা না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটি। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়