ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক ম্যাচে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৪:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩
এক ম্যাচে বিশ্ব রেকর্ডের ছড়াছড়ি

একেই বলে ‘ঝোপ বুঝে কোপ মারা’। দূর্বল প্রতিপক্ষ পেয়ে কড়া শাসন করা। রান উৎসবে মেতে উঠা। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মঙ্গোলিয়াকে পেয়ে চার-ছক্কায় স্রেফ এলোমেলো করে দিল নেপাল। 

চীনের হাংজুতে জেহজাং বিশ্ববিদ্যালয় মাঠে এশিয়ান গেমসের ম্যাচে ঘটে এমন কাণ্ড। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছে নেপাল। আফগানিস্তানের ২৭৮ রান ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন তাদের দখলে। শুধু তাই নয় সর্বোচ্চ ২৬ দলীয় ছক্কার রেকর্ডটিও নেপাল দখল করে নিয়েছে। 

আরো পড়ুন:

জবাবে ১৩.১ ওভারে মঙ্গোলিয়া অলআউট ৪১ রানে। ২৭৩ রানে জিতেছে নেপাল। টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। এর আগের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের। তুরস্ককে ২৫৭ রানে হারিয়েছিল তারা। দলীয় রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে ব্যক্তিগত অর্জনও টইটুম্বুর। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি ও দ্রুততম ফিফটির রেকর্ডও নিজেদের করে নিয়েছে নেপাল। কুশল মাল্লা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন।  ৩৪ বলে পেয়েছেন সেঞ্চুরি। এর আগে ফিফটি পেয়েছিলেন ১৯ বলে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে ১০০ ছুঁয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। অপরাজিত থাকা এই ব্যাটসম্যান ৫০ বলে ১৩৭ রান করেছেন ৮ চার ও ১২ ছক্কায়। 

ফিফটির রেকর্ড ভেঙেছেন তার সতীর্থ দিপেন্দ্র সিং। মাত্র ৯ বলে ফিফটি করেন তিনি। ভাঙেন যুবরাজ সিংয়ের ১২ বলের রেকর্ড। 

অধিনায়ক রোহিত পৌডেলকে নিয়ে তৃতীয় উইকেটে রেকর্ড ১৯৩ রানের জুটি গড়ের মাল্লা। পেছনে পড়েছে নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের ১৮৪ রানের জুটি। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাহাড়সম জুটি গড়েছিলেন তারা। নেপালের অধিনায়ক রোহিমও কম ঝড় তোলেননি। ২৭ বলে করেছেন ৬১ রান।

মঙ্গোলিয়ার মাত্র ১ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছে। যা যেকোনো দলের বিব্রতকর রেকর্ড। তাদের ৪১ রানের ইনিংসে ২৩ রানই এসেছে অতিরিক্ত থেকে। একবার কল্পনা করুন মঙ্গোলিয়ার রান তাহলে কতো হতো!

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়