ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অ্যাগারের ইনজুরিতে কপাল খুললো লাবুশেনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
অ্যাগারের ইনজুরিতে কপাল খুললো লাবুশেনের

ইনজুরির কারণে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার। পায়ের চোটের কারণে এবারের আসরে খেলা হচ্ছে না তার। অ্যাগারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে পায়ের পেছনের হাড়ে আঘাত পান অ্যাগার। এর সঙ্গে পারিবারিক সমস্যার কারণে ছুটি নিয়ে দেশে ফিরে যান। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগেই অবশ্য দলে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু চোট থেকে সেরে না ওঠায় ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েও খেলা হচ্ছে না অ্যাগারের। 

আরো পড়ুন:

এদিকে পড়তি ফর্মের জন্য শুরুতে লাবুশেনকে বিশ্বকাপের জন্য বিবেচনা করেনি অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই নিজের চেনা রূপে ফিরে আসেন এই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে নজর কাড়েন নির্বাচকদের। ফলে অ্যাগারের ইনজুরিতে বিকল্প নিয়ে খুব একটা ভাবতে হয়নি নির্বাচকদের। 

অ্যাগারের অনুপস্থিতিতে বিশ্বকাপে এখন দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কেবল লেগস্পিনার অ্যাডাম জাম্পা। তাকে সমর্থন দিতে হাত ঘুরাবেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়