ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংলিশ অধিনায়কের কণ্ঠে অবসরের সুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১ অক্টোবর ২০২৩  
ইংলিশ অধিনায়কের কণ্ঠে অবসরের সুর

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জশ বাটলার। ২০২২ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার ওয়ানডে বিশ্বকাপেও তার কাঁধে ইংল্যান্ডের ভার। বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে বাটলারকে নাও দেখা যেতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ইংলিশ দলপতি। 

বাটলার জানিয়েছেন, বিশ্বকাপের পরেও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তবে সেটা একদিনের ক্রিকেটে নয়। শনিবার গৌহাটিতে প্রস্তুতি ম্যাচের দিন বাটলার জানালেন একদিনের ক্রিকেট থেকে অবসরের চিন্তার কথা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান।

আরো পড়ুন:

বাটলার বলেন, ‘৩৩ বছর বয়স হলো। কিন্তু আশা করছি ইংল্যান্ডের হয়ে আরও কিছুদিন খেলবো। কারণ, দেশের হয়ে খেলার থেকে বড় গর্ব কিছু হতে পারে না। আমি চেষ্টা করবো খেলা চালিয়ে যাওয়ার। তবে তার জন্য নিজের ফিটনেস আরও ভাল রাখতে হবে।’

বাটলার আরও বলেন, ‘সব ফরম্যাট খেলতে পারবো কি না জানি না। এখন টি-টোয়েন্টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। তাই টি-টোয়েন্টি চালিয়ে যাবো। তবে এ জন্য একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াতে হতে পারে। এখনই কিছু ভাবছি না। পরিস্থিতি যেমন হবে তেমন সিদ্ধান্ত নিবো।’ 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়