ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্চারির এক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২ অক্টোবর ২০২৩   আপডেট: ১৪:১৮, ২ অক্টোবর ২০২৩
আর্চারির এক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

আর্চারিতে আজ ব্যর্থতার গল্প লিখেছেন বাংলাদেশের নারী ও পুরুষ আর্চাররা। দলীয় ছয়টি ইভেন্টের পাঁচটির প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে উঠেছে কেবল একটিতে।

ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে আজ সোমবার দুপুরে  রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। বাংলাদেশ দলের হয়ে খেলেন সাগর ইসলাম, রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। শুক্রবার (০৬ অক্টোবর) সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

আরো পড়ুন:

ম্যাচ শেষে সাগর বলেন, ‘প্রি-কোয়ার্টার ফাইনালটা বেশ কঠিন ছিল। ভিয়েতনাম টিমটা ভালো। আমাদের জোনের প্রায় চারটা টিমই ভালো ছিল। ইতোমধ্যে দুইটা দল আউট হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যেন একটা পদক অর্জন করতে পারি। আমরা যদি এশিয়ান গেমসে পদক অর্জন করতে পারি তাহলে অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তাই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’

এদিকে নারী দল চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-১ সেট পয়েন্টে। আর মিক্সড ইভেন্টে জাপানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ডেও লড়াই করে জিততে পারেনি পুরুষ দল। ২৩১-২২৯ পয়েন্টে হেরেছে মালয়েশিয়ার কাছে। নারী দল ২২৫-২১৮ পয়েন্টে হংকং-এর কাছে আর মিশ্র দল ভিয়েতনামের কাছে হেরেছে ১৫৪-১৫৩ পয়েন্টে।

হ্যাংজু/আমিনুল/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়