ক্রিকেট বিশ্বকাপ রেকর্ড
রিফাত এমিল || রাইজিংবিডি.কম
বিশ্বকাপের বাজনা বাজতে শুরু করেছে। দশ দলের ত্রয়োদশ আসরের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। মুখোমুখি হবে শেষ আসরের দুই ফাইনালিস্ট নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড।
এর আগের ১২ আসরের ব্যাট-বলের লড়াইয়ের পরিসংখ্যান কেমন ছিল? ব্যক্তিগত রেকর্ড-ই বা কেমন ছিল? এই প্রতিবেদনে উঠে আসছে সব…
দলীয় রেকর্ড
সর্বাধিক পাঁচবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ১০১৫)
ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫, ১৯৭৯) ও ভারত (১৯৮৭, ২০১১) দুবার চ্যাম্পিয়ন।
পাকিস্তান (১৯৯২), শ্রীলংকা (১৯৯৬), ইংল্যান্ড (২০১৯) একবার করে।
ম্যাচ রেকর্ড
বিশ্বকাপে এখন অবধি অংশগ্রহণ করেছে ২০টি দল। সর্বাধিক ৯৪ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, ৮৯ ম্যাচ নিউ জিল্যান্ড, ৮৪ ম্যাচ ভারত, ৮৩ ম্যাচ ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৮০ ম্যাচ। সর্বাধিক ৬৯ জয় অস্ট্রেলিয়ার, ৫৪ জয় নিউ জিল্যান্ডের, ৫৩ জয় ভারতের, ৪৮ জয় ইংল্যান্ড, পাকিস্তান জিতেছে ৪৫ ম্যাচ। সর্বাধিক ৪২ পরাজয় জিম্বাবুয়ের, ৩৯ পরাজয় শ্রীলংকার, ৩৫ পরাজয় উইন্ডিজ আর ৩৩ ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দুটো ম্যাচ টাই ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
অস্ট্রেলিয়ার ৪১৭/৬, প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৫)
ভারত ৪১৩/৫, প্রতিপক্ষ বারমুডা (২০০৭)
দক্ষিণ আফ্রিকা ৪১১/৪, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০১৫)
দক্ষিণ আফ্রিকা ৪০৮/৫, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১৫)
শ্রীলংকা ৩৯৮/৫, প্রতিপক্ষ কেনিয়া (১৯৯৬)
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
কানাডা ৩৬, প্রতিপক্ষ শ্রীলংকা (২০০৩)
কানাডা ৪৫, প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৯)
নামিবিয়া ৪৫, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০০৩)
বাংলাদেশ ৫৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১১)
স্কটল্যান্ড ৬৮, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৯)
ম্যাচে উভয় দলের সম্মিলিত (ম্যাচ অ্যাগ্রিগেটস) সর্বোচ্চ রান
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – ৭১৪ রান (২০১৯)
অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা - ৬৮৮ রান (২০১৫)
ইংল্যান্ড বনাম পাকিস্তান - ৬৮২ রান (২০১৯)
ভারত বনাম ইংল্যান্ড - ৬৭৬ রান (২০১১)
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা -৬৭১ রান (২০০৭)
ম্যাচে উভয় দলের সম্মিলিত (ম্যাচ অ্যাগ্রিগেটস) সর্বনিম্ন রান
কানাডা বনাম শ্রীলংকা - ৭৩ (২০০৩)
ইংল্যান্ড বনাম কানাডা - ৯১ (১৯৭৯)
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ - ১১৭ (২০১১)
স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ - ১৩৮ (১৯৯৯)
কেনিয়া বনাম নিউজিল্যান্ড - ১৪১ (২০১১)
বড় (রান) ব্যবধানে জয়
অস্ট্রেলিয়া ২৭৫ রান, প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৫)
ভারত ২৫৭ রান, প্রতিপক্ষ বারমুডা (২০০৭)
দক্ষিণ আফ্রিকা ২৫৭ রান, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১৫)
অস্ট্রেলিয়া ২৫৬ রান, প্রতিপক্ষ নামিবিয়া (২০০৩)
শ্রীলংকা ২৪৩ রান, প্রতিপক্ষ বারমুডা (২০০৭)
দক্ষিণ আফ্রিকা ২৩১ রান, প্রতিপক্ষ নেদারল্যান্ডস (২০১১)
বড় (উইকেট) ব্যবধানে জয়
বিশ্বকাপে ১০ উইকেটে জয়ের ঘটনা রয়েছে ১২টি
বিশ্বকাপে ৯ উইকেটে জয়ের ঘটনা রয়েছে ২৩টি
রান তাড়ায় সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়
ইংল্যান্ড ২৭৭ বল, প্রতিপক্ষ কানাডা (১৯৭৯)
শ্রীলংকা ২৭২ বল, প্রতিপক্ষ কানাডা (২০০৩)
নিউজিল্যান্ড ২৫২ বল, প্রতিপক্ষ কেনিয়া (২০১১)
শ্রীলংকা ২৪০ বল, প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০০৭)
ওয়েস্ট উন্ডিজ ২৩৯ বল, প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯৯৯)
সবচেয়ে (রান ব্যবধান) ছোট জয়
অস্ট্রেলিয়া ১ রান, টার্গেট ২৭১, প্রতিপক্ষ ভারত (১৯৮৭)
অস্ট্রেলিয়া ১ রান, টার্গেট ২৩৬, প্রতিপক্ষ ভারত (১৯৯২)
শ্রীলংকা ২ রান, টার্গেট ২৩৬, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০০৭)
তিন রানে জয়ের ম্যাচ রয়েছে চারটি।
সবচেয়ে (উইকেট ব্যবধানে) ছোট জয়
এক উইকেট ব্যবধান জয়ের ম্যাচ রয়েছে ৬টি ম্যাচ।
দুই উইকেটে ব্যবধানে জয়ের ম্যাচ রয়েছে ৬টি।
তিন উইকেটে জয়ের ম্যাচ রয়েছে ১১টি।
ইনিংসে সবচেয়ে বেশি অতিরিক্ত রান
পাকিস্তান ৫৯ রান, প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯৯৯)
জিম্বাবুয়ে ৫১ রান, প্রতিপক্ষ ভারত (১৯৯৯)
নিউজিল্যান্ড ৪৭ রান, প্রতিপক্ষ পাকিস্তান (১৯৯৯)
পাকিস্তান ৪৬ রান, প্রতিপক্ষ কেনিয়া (২০১১)
কেনিয়া ৪৪ রান, প্রতিপক্ষ ভারত (১৯৯৯)
বাংলাদেশ ৪৪ রান, প্রতিপক্ষ স্কটল্যান্ড (১৯৯৯)
ব্যাটিং রেকর্ডস
সর্বাধিক রান
৪৫ ম্যাচে ৫৬ গড়ে ২২৭৮ রান শচীন টেন্ডুলকার
৪৬ ম্যাচে ৪৫ গড়ে ১৭৪৩ রান রিকি পন্টিং
৩৭ ম্যাচে ৫৬ গড়ে ১৫৩২ রান কুমার সাঙ্গাকারা
৩৪ ম্যাচে ৪২ গড়ে ১২২৫ রান ব্রায়ান লারা
২৩ ম্যাচে ৬৩ গড়ে ১২০৭ রান এবি ডি ভিলিয়ার্স
সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ
২৩৭*, মার্টিন গাপটিল, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (২০১৫)
২১৫, ক্রিস গেইল, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)
১৮৮*, গ্যারি কারেস্টন, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত (১৯৯৬)
১৮৩, সৌরভ গাঙ্গুলি, প্রতিপক্ষ শ্রীলংকা (১৯৯৯)
১৮১, স্যার ভিভ রিচার্ডস, প্রতিপক্ষ শ্রীলংকা (১৯৮৭)
সর্বোচ্চ ব্যাটিং গড়
ল্যান্স ক্লুজনার (১৪ ম্যাচে ১২৪ গড়ে ৩৭২ রান)
অ্যান্ডি বিকেল (৮ ম্যাচে ১১৭ গড়ে ১১৭ রান)
অ্যান্ডু সাইমন্ডস (১৮ ম্যাচে ১০৩ গড়ে ৫১৫ রান)
সুনিল ধনীরাম (৩ ম্যাচে ৮১ গড়ে ৮১ রান)
ফারুক ইঞ্জিনিয়ার (৩ ম্যাচে ৭৮ গড়ে ৭৮ রান)
সর্বোচ্চ স্ট্রাইক রেট
ব্রেন্ডন ম্যাককালাম ১২০.৮৪ স্ট্রাইক রেটে ৭৪২ রান
এবি ডি ভিলিয়ার্স ১১৭.২৯ স্ট্রাইক রেটে ১২০৭ রান
কপিল দেব ১১৫.১৪ স্ট্রাইক রেটে ৬৬৯ রান
শেন ওয়াটসন ১০৮.০৬ স্ট্রাইক রেটে ৬৪৩ রান
বীরেন্দর শেওয়াগ ১০৬.১৭ স্ট্রাইক রেটে ৮৪৩ রান
* কমপক্ষে ৫০০ বল খেলা ব্যাটার
সর্বোচ্চ শতক
শচীন টেন্ডুলকার ৬
রোহিত শর্মা ৬
কুমার সাঙ্গাকারা ৫
রিকি পন্টিং ৫
সৌরভ গাঙ্গুলি, এবি ডি ভিলিয়ার্স, মার্ক ওয়াহ, তিলেকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধানে, ডেভিড ওয়ার্নার প্রত্যেকের ৪টি শতক।
সর্বোচ্চ অর্ধশতক
শচীন টেন্ডুলকার ১৫
সাকিব আল হাসান ১০
জ্যাক ক্যালিস ৯
৮টি অর্ধশতক ৯জন ব্যাটারের
সর্বোচ্চ ডাক
নাথান অ্যাস্টল ৫টি
ইজাজ আহমেদ ৫টি
৭ জন ব্যাটারের ডাক ৪টি
বিশ্বকাপে সর্বোচ্চ ছয়
গেইল ৪৯
এবি ডি ভিলিয়ার্স ৩৭
রিকি পন্টিং ৩১
ব্রেন্ডন ম্যাককুলাম ২৯
হার্শেল গিবস ২৮
নির্দিষ্ট এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট
জেমস ফ্রাঙ্কলিন ৮ বলে ৩১* রান, স্ট্রাইক রেট ৩৮৭.৫০, প্রতিপক্ষ কানাডা (২০১১)
মইন আলি ৯ বলে ৩১* রান, স্ট্রাইক রেট ৩৪৪.৪৪, প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৯)
অ্যান্ড্রু রাসেল ১৩ বলে ৪২* রান, স্ট্রাইক রেট ৩২৩.০৭, প্রতিপক্ষ পাকিস্তান (২০১৫)
গ্লেন ম্যাক্সওয়েল ১০ বলে ৩২ রান, স্ট্রাইক রেট ৩২০.০, প্রতিপক্ষ বাংলাদেশ (২০১৯)
ব্রেন্ডন ম্যাককালাম ২৫ বলে ৭৭ রান, স্ট্রাইক রেট ৩০৮, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০১৫)
* কমপক্ষে ২৫ রান
নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বোচ্চ রান
শচীন টেন্ডুলকার ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান
ম্যাথু হেইডেন ২০০৭ বিশ্বকাপে ৬৫৯ রান
রোহিত শর্মা ২০১৯ বিশ্বকাপে ৬৪৮ রান
ডেভিড ওয়ার্নার ২০১৯ বিশ্বকাপে ৬৪৭ রান
সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে ৬০৬ রান
বোলিং রেকর্ডস
সর্বোচ্চ উইকেট
৩৯ ম্যাচে ৭১ উইকেট গ্লেন ম্যাকগ্রা
৪০ ম্যাচে ৬৮ উইকেট মুত্তিয়া মুরালিধরন
২৯ ম্যাচে ৫৬ উইকেট লাসিথ মালিঙ্গার
৩৮ ম্যাচে ৫৫ উইকেট ওয়াসিম আকরাম
১৮ ম্যাচে ৪৯ উইকেট মিচেল স্টার্ক
৩১ ম্যাচে ৪৯ উইকেট চামিন্দা ভাস
ইনিংসে সেরা বোলিং ফিগার
গ্রেন ম্যাকগ্রা ৭-৪-১৫-৭, প্রতিপক্ষ নামিবিয়া (২০০৩)
অ্যান্ডি বিকেল ১০-০-২০-৭, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০০৩)
টিম সাউদি ৯-০-৩৩-৭, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০০৩)
উইনস্টন ডেভিড ১০.৩-০-৫১-৭, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৮৩)
গ্যারি গিলমোর ১২-৬-১৪-৬, প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৫)
সেরা বোলিং গড়
মিচেল স্টার্ক ১৪.৮১ গড়ে ৪৯ উইকেট
মোহাম্মদ শামি ১৫.৭০ গড়ে ৩১ উইকেট
শেন বন্ড ১৭.২৬ গড়ে ৩০ উইকেট
ব্রেট লি ১৭.৯৭ গড়ে ৩৫ উইকেট
গ্লেন ম্যাকগ্রা ১৮.১৯ গড়ে ৭১ উইকেট
* কমপক্ষে ৩০ উইকেট
সেরা ইকোনমি
বব উইলিস ২.৬৬
স্যার রিচার্ড হ্যাডলি ২.৮৮
মাইকেল হোল্ডিং ২.৯৪
স্যার কার্টলি আমব্রোস ৩.০৩
ম্যালকম মার্শাল ৩.০৮
* কমপক্ষে ১০০ ওভার
সেরা স্ট্রাইক রেট
মোহাম্মদ শামি ১৮.৬ স্ট্রাইক রেটে ৩১ উইকেট
মিচেল স্টার্ক ১৯.১ স্ট্রাইক রেটে ৪৯ উইকেট
ব্রেট লি ২৩.৫ স্ট্রাইক রেটে ৩৫ উইকেট
শন টেইট ২৪.০ স্ট্রাইক রেটে ৩৪ উইকেট
লাসিথ মালিঙ্গা ২৪.৮ স্ট্রাইক রেটে ৫৬ উইকেট
* কমপক্ষে ৩০ উইকেট
সর্বাধিকবার ইনিংসে পাঁচ উইকেট
মিচেল স্টার্ক ৩
গ্যারি গিলমোর, ভাসবার্ট ড্রেকস, অশান্ত দে মেল, শহীদ আফ্রিদি, গ্লেন ম্যাকগ্রা, মুস্তাফিজুর রহমান প্রত্যেকে দুবার করে পেয়েছেন পাঁচ উইকেট।
সর্বাধিকবার ইনিংসে চার উইকেট
শের্ন ওয়ার্ন ৪বার
মুত্তিয়া মুরালিধরন ৪ বার
ইমরান তাহির ৪ বার
মিচেল জনসন, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি প্রত্যেকে ৩ বার
নির্দিষ্ট এক ম্যাচে সবচেয়ে খরুচে
রশিদ খান ৯-০-১১০-০, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০১৯)
মার্টিন স্নেডেন ১২-১-১০৫-২, প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৮৩)
জেসন হোল্ডার ১০-২-১০৪-১, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (২০১৫)
দাওলাত জাদরান ১০-১-১০১-২, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০১৫)
অশান্তা ডে মেল ১০-০-৯৭-১, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (১৯৮৭)
নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট
মিচেল স্টার্ক ১০ ম্যাচে ২৭ উইকেট (২০১৯)
গ্লেন ম্যাকগ্রা ১১ ম্যাচে ২৬ উইকেট (২০০৭)
চামিন্দা ভাস ১০ ম্যাচে ২৩ উইকেট (২০০৩)
মুত্তিয়া মুরালিধরণ ১০ ম্যাচে ২৩ উইকেট (২০০৭)
শন টেইট ১১ ম্যাচে ২৩ উইকেট (২০০৭)
উইকেটকিপিং রেকর্ড
সর্বোচ্চ ডিসমিসাল
কুমার সাঙ্গাকারা ৩৬ ইনিংসে ৫৪ ডিসমিসাল (৪১ ক্যাচ, ১৩ স্টাম্পিং)
অ্যাডাম গিলক্রিস্ট ৩১ ইনিংসে ৫২ ডিসমিসাল (৪৫ ক্যাচ, ২৭ স্টাম্পিং)
মহেন্দ্র সিং ধোনী ২৯ ইনিংসে ৪২ ডিসমিসাল (৩৪ ক্যাচ, ৮ স্টাম্পিং)
ব্রেন্ডন ম্যাককালাম ২৫ ইনিংসে ৩২ ডিসমিসাল (৩০ ক্যাচ, ২ স্টাম্পিং)
মার্ক বাউচার ২৫ ইনিংসে ৩১ ডিসমিসাল (৩১ ক্যাচ)
এক ইনিংসে সর্বাধিক ডিসমিসাল
অ্যাডাম গ্রিলক্রিস্ট ৬ ডিসমিসাল, প্রতিপক্ষ নামিবিয়া (২০০৩)
সরফরাজ আহমেদ ৬ ডিসমিসাল, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১০১৫)
ম্যাচে ৫ ডিসমিসাল করেছেন ৮ জন
নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বাধিক ডিসমিসাল
অ্যাডাম গিলক্রিস্ট ১০ ম্যাচে ২১ ডিসমিসাল (২১ ক্যাচ) (২০০৩)
টম লাথাম ১০ ম্যাচে ২১ ডিসমিসাল (২১ ক্যাচ) (২০১৯)
অ্যালেক্স ক্যারি ১০ ম্যাচে ২০ ডিসমিসাল (১৮ ক্যাচ, ২ স্টাম্পিং)
কুমার সাঙ্গাকারা ১০ ম্যাচে ১৭ ডিসমিসাল (১৫ ক্যাচ, ২ স্টাম্পিং) (২০০৭)
অ্যাডাম গিলক্রিস্ট ১১ ম্যাচে ১৭ ডিসমিসাল (১২ ক্যাচ, ৫ স্টাম্পিং) (২০০৭)
ফিল্ডিং রেকর্ড
ফিল্ডার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ
রিকি পন্টিং ২৮
জো রুট ২০
সনাৎ জয়সুরিয়া ১৮
ক্রিস গেইল ১৭
৬ ফিল্ডারের ১৬ ক্যাচ
নির্দিষ্ট এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ
মোহাম্মদ কাইফ ৪ ক্যাচ
সৌম্য সরকার ৪ ক্যাচ
উমর আকমল ৪ ক্যাচ
ক্রিস ওকস ৪ ক্যাচ
ফিল্ডার হিসেবে নির্দিষ্ট এক বিশ্বকাপে সর্বোচ্চ ক্যাচ
জো রুট ১৩ ক্যাচ (২০১৯)
রিকি পন্টিং ১১ ক্যাচ (২০০৩)
ফাফ ডু প্লেসিস ১০ ক্যাচ (২০১৯)
রাইলি রুশো ৯ ক্যাচ (২০১৫)
১২ ফিল্ডার নিয়েছেন ৮টা ক্যাচ
পার্টনারশিপ রেকর্ডস
সর্বোচ্চ রানের জুটি
ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলর্স ২য় উইকেট জুটিতে ৩৭২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)
সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ২য় উইকেট জুটিতে ৩১৮ রান, প্রতিপক্ষ শ্রীলংকা (১৯৯৯)
উপল থারাঙ্গা ও তিলেকারত্নে দিলশান প্রথম উইকেট জুটিতে ২৮২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১১)
ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ দ্বিতীয় উইকেট জুটিতে ২৬০ রান, প্রতিপক্ষ আফগানিস্তান (২০১৫)
ডেভিড মিলার ও জেপি ডুমিনি পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত ২৫৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)
উইকেট জুটিতে সর্বোচ্চ রান
প্রথম উইকেট - উপর থারাঙ্গা ও তিলেকারত্নে দিলশান ২৮২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১১)
দ্বিতীয় উইকেট - ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলর্স ৩৭২ রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)
তৃতীয় উইকেট - রাহুর দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার অপরাজিত ২৩৭* রান, প্রতিপক্ষ কেনিয়া (১৯৯৯)
চতুর্থ উইকেট - মাইকেল ক্লার্ক ও ব্রাড হজ ২০৪ রান, প্রতিপক্ষ নেদারল্যান্ড (২০০৭)
পঞ্চম উইকেট - ডেভিড মিলার ও জেপি ডুমিনি অপরাজিত ২৫৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (২০১৫)
ষষ্ঠ উইকেট - কেভিন ও'ব্রায়েন ও এলেক্স কুস্যাক ১৬২ রান, প্রতিপক্ষ ইংল্যান্ড (২০১১)
সপ্তম উইকেট – রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনী ১১৬ রান, প্রতিপক্ষ নিউ জিল্যান্ড (২০১৯)
অষ্টম উইকেট - ডেভ হাফটন ও ইয়ান বুচার্ট ১১৭ রান, প্রতিপক্ষ (১৯৮৭)
নবম উইকেট - কপিল দেব ও সৈয়দ কিরমানী অপরাজিত ১২৬* রান, প্রতিপক্ষ জিম্বাবুয়ে (১৯৮৩)
দশম উইকেট - অ্যান্ডি রোবার্টস ও জোয়েল গার্নার ৭১ রান, প্রতিপক্ষ ভারত (১৯৮৩)
বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ
রিকি পন্টিং ৪৬ ম্যাচ
শচীন টেন্ডুলকার ৪৫
মাহেলা জয়াবর্ধানে ৪০
মুত্তিয়া মুরালিধরন ৪০
গ্লেন ম্যাকগ্রা ৩৯
অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ
রিকি পন্টিং ২৯ ম্যাচ (২৬ জয়, ২ পরাজয়, ১ পরিত্যক্ত)
স্টিফেন ফ্লেমিং ২৭ ম্যাচ (১৬ জয়, ১০ পরাজয়, ১ পরিত্যক্ত)
মোহাম্মদ আজহারউদ্দীন ২৩ ম্যাচ (১০ জয়, ১২ পরাজয়, ১ পরিত্যক্ত)
ইমরান খান ২২ ম্যাচ (১৪ জয়, ৮ পরাজয়)
মহেন্দ্র সিং ধোনি ১৭ ম্যাচ (১৪ জয়, ২ পরাজয়, ১ টাই)
ক্লাইভ লয়েড ১৭ ম্যাচ (১৫ জয়, ২ পরাজয়)
গ্রায়েম স্মিথ ১৭ ম্যাচ (১১ জয়, ৬ পরাজয়)
ইয়েন মর্গান ১৭ ম্যাচ (৯ জয়, ৭ পরাজয়, ১ পরিত্যক্ত)
আম্পায়ার হিসেবে সর্বোচ্চ ম্যাচ
ডেভিড শেফার্ড ৪৬
স্টিভ বাকনার ৪৫
আলিম দার ৩৪
বিলি বাউডেন ২৫
রুডি কোয়ের্তজেন ২৫
ঢাকা/ইয়াসিন/এনএইচ