ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘চারটা ম্যাচ জিতলেই খুশি’

সাইফুল ইসলাম রিয়াদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১৬:৫১, ৯ অক্টোবর ২০২৩
‘চারটা ম্যাচ জিতলেই খুশি’

মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। নিজের দিনে ব্রেট লি কিংবা শেন ওয়ার্ন; সবাই তার কাছে ছিল নস্যি। লাল সবুজের জার্সিতে খেলেছেন তিনটি বিশ্বকাপ। ২০০৩ সালে শুরু, ২০১১ সালে ঘরের মাঠে শেষ। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বিস্ফোরক ফিফটি দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। যা আজও সমর্থকদের চোখে লেগে আছে। চার বছর ঘুরে আবার শুরু হয়ে গেছে বিশ্বকাপ। এবার কেমন করবে বাংলাদেশ?  

রাইজিংবিডির বিশ্বকাপ আয়োজনে থাকছে আশরাফুলের বিশেষ সাক্ষাৎকার- 

টিভিতে দেখা প্রথম বিশ্বকাপ স্মৃতি মনে আছে?  
মোহাম্মদ আশরাফুল: প্রথম বিশ্বকাপ বলতে বুঝি একেবারে ১৯৯৯ এর বিশ্বকাপ।

আপনার নিজের খেলা বিশ্বকাপ স্মৃতি? 
মোহাম্মদ আশরাফুল: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো। ২০০৭ এর বিশ্বকাপে। আমার মনে এটা গেঁথে আছে। সুপার এইটে গিয়ে তো প্রথম দুই ম্যাচ আমরা ভালো খেলি নাই। ওইটা আমাদের দরকার ছিল। একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে, না আমরা এইখানে ফ্লুকে আসি নাই। ভালো খেলতে আসছি। 

কয়দিন পরেই আরেকটি বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ। প্রত্যাশা কি? 
মোহাম্মদ আশরাফুল: প্রত্যাশা কী, শেষ চারটা বিশ্বকাপে তো আমরা তিনটা করে ম্যাচ জিতেছি। এবার যদি চারটা জিততে পারি, তাহলে আমরা হ্যাপি থাকব। 

বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেটার হতে শুরু করে সমর্থক, সবার প্রত্যাশা অন্তত সেমিফাইনাল... 
মোহাম্মদ আশরাফুল: প্রত্যাশা বেশি হইলে তো ভালো। খুব ভালো। কিন্তু আমাদের টিম এখনও ওই পর্যায়ে যায় নাই যে, ছয়টা ম্যাচ ওয়ার্ল্ড কাপে গিয়ে জিতবে। সেমিফাইনাল খেলতে গেলে অ্যাটলিস্ট ছয়টা ম্যাচ জিততে হবে। করতে পারলে ভেরি গুড। যেহেতু কখনও অতীতে করে নাই, সেই কারণে ওইভাবে চিন্তা করি না। 

আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের দলকে শক্তিশালী বলা হচ্ছে। আপনার কি মনে হয়?  
মোহাম্মদ আশরাফুল: তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ ঢুকে গেলে অবশ্যই শক্তিশালী একটা দল। আমাদের বোলিং আক্রমণটাও খুব ভালো। হ্যাঁ, অন্যান্য বারের থেকে তামিম-মাহমুদউল্লাহ ঢুকে গেলে অবশ্যই শক্তিশালী একটা দল হবে। 

পেসারদের নিয়ে চারদিকে প্রশংসা। আপনার চোখে তারা কেমন?
মোহাম্মদ আশরাফুল: খুবই ভালো করছে, মাশাআল্লাহ। আমাদের এখন অনেকগুলো পেস বোলার আছে হাতে। ১০-১২ জন পেস  বোলার আছে যারা ১৪০-এ বল করতে পারে। এইদিক থেকে খুব ভালো লাগছে আমার। আমাদের পেস ইউনিটটা খুবই ভালো। 

এবারের অধিনায়ক সাকিব আল হাসান। গত বিশ্বকাপের কথা নিশ্চয় মনে আছে। এবার অধিনায়ক সাকিবের কাছে কি আশা করছেন? 
মোহাম্মদ আশরাফুল: ভালো করতে হবে। যেহেতু চারটা কাজ করতে হবে এবার, আগে তো শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করত। ক্যাপ্টেন্সি মাশরাফি করতো, সাকিব ভাইস ক্যাপ্টেন ছিল। এবার যেহেতু ক্যাপ্টেন, তো চারটা জিনিস করতে হবে। ভালো করবে।

আপনি কোন দলগুলোকে বিশ্বকাপে এগিয়ে রাখবেন? 
আশরাফুল: পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই পাঁচটা টিম। 

যদি বলি একটা বাছাই করেন?
আশরাফুল: একটা হলে ইংল্যান্ড।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়