ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিটনের কাণ্ডে খালেদ মাহমুদ বললেন, ‘আমরা দুঃখিত’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১৬ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৩২, ১৬ অক্টোবর ২০২৩
লিটনের কাণ্ডে খালেদ মাহমুদ বললেন, ‘আমরা দুঃখিত’

টিম হোটেলে নিরাপত্তাকর্মীদের দিয়ে বাংলাদেশি সংবাদিকদের বের করে দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। এবার এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, লিটনের বিষয়টি অপ্রত্যাশিত। 

সোমবার (১৬ অক্টোবর) খালেদ মাহমুদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে লিটনের প্রসঙ্গ উঠে অবধারিতভাবে। এ সময় তিনি জানান, লিটনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি ভালোভাবে নেয়নি। 

আরো পড়ুন:

খালেদ মাহমুদ বলেন, ‘আমরা দুঃখিত। আমাদের সবার কাছেই এটা অপ্রত্যাশিত। এরকম লিটন কিভাবে বললো! লিটনের সাথে আজকে সকালেও কথা বলেছি আমি।’

‘সে বলেছে আমি কোনোভাবে কাউকে ছোট করতে চাইনি। আসলে আমার ভুল হয়েছে, আমি অস্বস্তিতে ছিলাম, ক্যামেরা মুখের সামনে নিয়ে আসছে বারবার’- আরও যোগ করেন সুজন।

গতকাল রোববার (১৫ অক্টোবর) নিজেদের কাজে টিম হোটেলে হাজির হয়েছিলেন বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা। তবে দূর থেকে ছবি তুলতে গেলে ডানহাতি ওপেনার বিরক্ত হয়ে ওঠেন। এরপর হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সিকিউরিটিকে দিয়ে মিডিয়াকে বের করে দেন। যা বেশ আলোচনার জন্ম দেয়।

এই নিয়ে আজ সকালে দুঃখপ্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিটন লেখেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য।’

লিটনের দুঃখ প্রকাশের কথা জানিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় লিটন তার ফেসবুক পেইজে একটা সরি বলেছে। এটা ইচ্ছা করে করা নয়। হয়তো বা আপনাদেরকে বের করে দিয়েছে। এই কথাটা ও বলেইনি কখনো। সে অস্বস্তির মধ্যে ছিল এটাই সিকিউরিটিকে জানিয়েছে। সিকিউরিটি আপনাদের কিভাবে বলেছে আমি জানি না।’

টিম ডিরেক্টর হয়ে বিশ্বকাপে দলের সঙ্গে থাকা বিসিবির এই পরিচালক সংবাদকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। যদিও ক্রিকেটারদের আচরণে সেটা দেখা যায় না। 

‘আপনারা দূর থেকে এসেছেন কষ্ট করে, আমাদের দেশের জন্য লজ্জাজনক একটা (বিষয়), যদি এখান থেকে মিডিয়াকে সরিয়ে দিতে বলি। আমরা সবসময় আপনাদের উৎসাহিত করি, ছবি তোলেন, ভিডিও করেন।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়