ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি কেন কোহলিকে অভিনন্দন জানাবো?’

ক্রীড়া প্রতিবেদক, দিল্লি থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ৫ নভেম্বর ২০২৩   আপডেট: ২০:১৫, ৫ নভেম্বর ২০২৩
‘আমি কেন কোহলিকে অভিনন্দন জানাবো?’

জন্মদিনে নিজেকে আরও একধাপ ওপরে নিয়ে গিলেন বিরাট কোহলি। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির (৪৯) শচীন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি। 

রোববার কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে কোহলি এই মাইলফলক স্পর্শ করেন। ৪৯টি শতক করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ৪৫১ ইনিংস, কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। চারিদিক থেকেই কোহলি প্রশংসিত হচ্ছেন। পাচ্ছেন শুভেচ্ছা বার্তা। ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার ১১ বছর ৭ মাসে আগে তার ক্যারিয়ারের ইতি টেনেছেন। লম্বা সময় অপেক্ষার পর তার সমকক্ষ কেউ তার পাশে এসে বললেন।

আরো পড়ুন:

স্বাভাবিকভাবেই কোহলির ক্রিকেটীয় ক্যারিয়ারের অন্যতম সেরা একটি দিন। এমন দিনে তাকে কেউ অভিনন্দন জানাবে না, খুঁজে পাওয়াও যেন মুশকিল? কিন্তু শ্রীলঙ্কার দলে এমন একজনকে পাওয়া গেল, যিনি কোহলির অর্জনে খুব একটা উচ্ছ্বাস দেখালেন না। 

কুশল মেন্ডিস বর্তমানে শ্রীলঙ্কা দলের অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে কুশল এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, কোহলি ৪৯তম সেঞ্চুরি তুলে শচীন টেন্ডুলকারকে স্পর্শ করেছেন। আপনি কি তাকে অভিনন্দন জানাতে চান?

কুশলের পাল্টা প্রশ্ন, ‘আমি কেন কোহলিকে অভিনন্দন জানাবো?’।

উপস্থিত জনা ত্রিশেক সাংবাদিকই যেন শ্রীলঙ্কার অধিনায়কের উত্তরে অবাক হয়ে গেলেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা কোহলির এমন বড় দিনে তাকে কেউ এড়িয়ে যেতে পারে তা যেন কল্পনারও বাইরে।

দিল্লি/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়