ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক সেঞ্চুরিতে শচীনের তিন রেকর্ড ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৫ নভেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪২, ১৫ নভেম্বর ২০২৩
এক সেঞ্চুরিতে শচীনের তিন রেকর্ড ভাঙলেন কোহলি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বিরাট কোহলি। নিয়মিতই হাসছে তার ব্যাট। পাচ্ছেন ফিফটি, সেঞ্চুরি। আজ বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও তুলে নিলেন সেঞ্চুরি। যা এবারের আসতে তার চতুর্থ সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারে ৫০। এর মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যান তিনি। পেছনে ফেলেন শচীন টেন্ডুলকারকে। যিনি করেছিলেন ৪৯টি সেঞ্চুরি।

পাশাপাশি আজ শচীনের আরও দুটি রেকর্ড ভাঙেন। সঙ্গে সাকিব আল হাসানেরও একটি।

আরো পড়ুন:

আজকে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ডও গড়েন তিনি। ২০০৩ বিশ্বকাপে শচীন এক আসরে সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন। সেটাকে টপকে কোহলির রান এখন ৬৯৩।

এছাড়া ফিফটি করার পথেও তিনি শচীন ও সাকিবের সর্বোচ্চ ফিফটির রেকর্ড ভাঙেন। বিশ্বকাপের এক আসরে শচীন ও সাকিব সর্বোচ্চ ৭টি ফিফটি করেছিলেন। সেটা ভেঙে কোহলি আজ রেকর্ড আটটি ফিফটি করেন। ৫৯ বল খেলে ৪টি চারে ফিফটি পূর্ণ করেন কিং কোহলি। আর ১০৬ বলে ৮টি চার ও ১ ছক্কায় স্পর্শ করেন রেকর্ড গড়া সেঞ্চুরি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়