ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গিলক্রিস্ট-ওয়াহকে পেছনে ফেলে রোহিত-গিল জুটির রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৯ নভেম্বর ২০২৩  
গিলক্রিস্ট-ওয়াহকে পেছনে ফেলে রোহিত-গিল জুটির রেকর্ড

মিচেল স্টার্ককে প্রিয় পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন শুভমান গিল। বল চলে যায় মিড অনে দাঁড়ানো অ্যাডাম জাম্পার হাতে। ৪ রানে আউট গিল, ৩০ রানে ভাঙে ওপেনিং জুটি। 

আহমেদাবাদে রোববার বিশ্বকাপ ফাইনালে ওপেনিং জুটি থেকে রান বেশি না আসলেও রেকর্ড গড়েছে রোহিত শর্মা-শুভমান গিল জুটি। এক বছরে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান নিয়ে তারা টপকে যান অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহকে।

আরো পড়ুন:

২০২৩ সালে রোহিত-গিলের জুটি থেকে আসে ১৫২৩ রান। ১৯৯৯ সালে অ্যাডাম গিলক্রিস্ট-মার্ক ওয়াহ ১৫১৮ রান করেছিলেন। আর ১৯৯৮ সালে ১৬৩৫ রান নিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলি।

গিল চলতি বছর পাঁচ সেঞ্চুরিতে করেন ১৫৮৪ রান। হাফ সেঞ্চুরি ৯টি। গড় ৬৩.৩৬। আর ২৭ ম্যাচে ১২৫৫ রান করেন অধিনায়ক রোহিত। সেঞ্চুরি ২টি, হাফ সেঞ্চুরি ৯টি। গড় ৫২.২৯। 

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়