ঢাকা     শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৯ ১৪৩১

মোরসালিনের দুর্দান্ত গোলে সমতা ফেরালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৯:৪৪, ২১ নভেম্বর ২০২৩
মোরসালিনের দুর্দান্ত গোলে সমতা ফেরালো বাংলাদেশ

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু ৫ মিনিটের মাথায় দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান শেখ মোরসসালিন।

কিংস অ্যারেনায় ৭২ মিনিট খেলা শেষে দুই দলেরই গোল ১টি করে। ৬৭ মিনিটে ডি বক্সে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিতে গোল পেয়ে যায় লেবানন। ফাঁকা পোস্ট পেয়ে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন মাজেদ ওসমান। 

পীনপতন নীরবতা নেমে আসে কানায় কানায় পূর্ণ কিংস অ্যারেনার গ্যালারি। তবে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশকে উল্লাসে ভাসান মোরসালিন অসাধারণ এক গোল করে। ৭২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি দুর্দান্ত এক শটে লেবাননের জালে বল জড়ান মোরসালিন। সমুদ্রের মতো গর্জন তুলে উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম।

এর আগে প্রথমার্ধে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। বাংলাদেশ সেখানে দারুণ খেলেও গোল পায় না। 

‘আই’ গ্রুপ থেকে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। লেবানন প্রথম ম্যাচে ড্র করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করেছেন জামাল ভূঁইয়ারা।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়