ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রোনালদো হওয়া সহজ নয়, তবে গার্নাচোর সম্ভাবনা আছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৭ নভেম্বর ২০২৩   আপডেট: ১০:৫৩, ২৭ নভেম্বর ২০২৩
‘রোনালদো হওয়া সহজ নয়, তবে গার্নাচোর সম্ভাবনা আছে’

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যচে এভারটনের বিপক্ষে ওভারহেড কিকে চোখধাঁধানো এক গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেসান্দ্রো গার্নাচো। গোলটির তুলনা করতে গিয়ে কেউ কেউ টেনে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, কেউবা বলছেন ওয়েইন রুনির কথা। তবে ম্যানইউ কোচ এরিক টেন হাগ গার্নাচোকে তার জায়গাতেই রাখছেন। 

গার্নাচোর গোলটি দেখার পর সবার একবাক্যে স্বীকারোক্তি, এখন পর্যন্ত এটিই মৌসুমের সেরা গোল। এই গোলের পর আলোচনায় উঠে এসেছে ক্লাবের সাবেক দুই তারকা ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এরা ইউরোপে খেলার সময় প্রায় এ ধরনের গোল করতেন।

আরো পড়ুন:

ম্যাচ শেষে টেন হাগকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি গার্নাচোকে তার জায়গাতেই রাখতে বলেছেন। রোনালদো–রুনির সঙ্গে গার্নাচোর তুলনা নিয়ে ইউনাইটেড বস বলেন, ‘তুলনা করবেন না। এটা ঠিক নয়। এদের প্রত্যেকের নিজস্ব পরিচয় আছে। গার্নাচোকে বাকি দুজনের কাছে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পরিশ্রম করতে হবে।’

গার্নাচোর মাঝে সম্ভাবনা আছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এ ধরনের পারফরম্যান্স নিয়মিত করতে হবে। ভালো কিছু করার ভালো সম্ভাবনাই আছে গার্নাচোর। এই প্রথম নয়, এমন ঝলক ও কয়েকবার দেখিয়েছে। তবে রুনি বা রোনালদোর মতো হতে হলে প্রিমিয়ার লিগের প্রতি মৌসুমে ২০–২৫টি করে গোল করতে হবে। এটা করা সহজ নয়। তবে তার সম্ভাবনা আছে।’

তবে গার্নাচোর গোলটিকে এখন পর্যন্ত মৌসুমের সেরা বলতে আপত্তি নেই ইউনাইটেড কোচের, ‘দুর্দান্ত একটা গোল হয়েছে। মৌসুমে যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি, এমন গোল আরও দেখা যেতে পারে। তবে এখন পর্যন্ত এটিই সম্ভবত মৌসুমের সেরা গোল। গোল তৈরি থেকে হওয়া পর্যন্ত পুরোটাই চমৎকার ছিল। তবে ফিনিশিংটা হয়েছে অবিশ্বাস্য।’

ম্যাচে এভারটনকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ১৩ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩০। ২৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে দ্বিতীয় স্থানে। সমান ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে লিভারপুল ও অ্যাস্টন ভিলা।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়