ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রশিদকে হটিয়ে বিশ্বসেরা বোলার হলেন বিষ্ণোই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৬ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:০০, ৬ ডিসেম্বর ২০২৩
রশিদকে হটিয়ে বিশ্বসেরা বোলার হলেন বিষ্ণোই

টি-টোয়েন্টির বিশ্বসেরা বোলারদের তালিকায় লম্বা সময় ধরে শীর্ষে ছিলেন রশিদ খান। ২০১৮ সাল থেকে সেরাদের তালিকায়ই ছিলেন তিনি। কিন্তু তাকে পেছনে ফেলে এবার শীর্ষস্থানটি দখলে নিলেন ভারতের ২৩ বছর বয়সী লেগ স্পিনার রবি বিষ্ণোই।

আজ বুধবার (৬ ডিসেম্বর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন বিষ্ণোই। আর ৬৯২ পয়েন্ট নিয়ে রশিদ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। শুধু রশিদ নন, বিষ্ণোই পেছনে ফেলেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, আদিল রশিদ ও মাহিশ থিকশানাকেও। বিষ্ণোই ছাড়া বাকিদের র‌্যাংকিংয়ে খুব বেশি একটা পরিবর্তন হয়নি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন বিষ্ণোই। ৫ ম্যাচে ১৮.২২ গড়ে ৯ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। পাশাপাশি সেটার প্রভাব দারুণভাবে পড়লো আইসিসি র‌্যাংকিংয়েও।

২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হয়েছিল বিষ্ণোইর। এ পর্যন্ত ২১ ম্যাচে ১৭.৩৮ গড়ে উইকেট নিয়েছেন ৩৪টি। স্ট্রাইক রেট ১৪.৫। আর ইকোনোমি ৭। সেরা বোলিং ফিগার ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়