ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

পয়েন্ট হারিয়েও শীর্ষে রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১০ ডিসেম্বর ২০২৩  
পয়েন্ট হারিয়েও শীর্ষে রিয়াল

শনিবার রাতে জুদে বেলিংহ্যামের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল বেটিসের এইতর রুইবালের দর্শনীয় গোলে ফেরে সমতা। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

পয়েন্ট হারলেও টেবিলের শীর্ষেই আছে রিয়াল। ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। এক ম্যাচ কম খেলা জিরোনা ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ২৬ পয়েন্ট সংগ্রহ করা বেটিসের অবস্থান সপ্তমে।

এদিন প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫৩ মিনিটের মাথায় ব্রাহিম দিয়াজের বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে যান বেলিংহ্যাম। তিনি ডান পায়ের শটে সেটি জালে জড়াতে ভুল করেননি। তার গোলে এগিয়ে যায় রিয়াল।

অবশ্য বেশিক্ষণ আনচেলোত্তির শিষ্যরা এগিয়ে থাকতে পারেনি। ৬৬ মিনিটের মাথায় বেটিসের রুইবালের গোলে ফেরে সমতা। এ সময় বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দারুণ এক গোল করেন তিনি। তাকে গোলে সহায়তা করেন উইলিয়ান হোসে।

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতা নিয়ে, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে রিয়াল ও রিয়াল বেটিস।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ম্যাচে হার্থা বার্লিনের মুখোমুখি হবে রিয়াল। ইতোমধ্যে তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়