ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১১:৫৯, ১১ ডিসেম্বর ২০২৩
ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে জিরোনার কাছে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে তারা হার মেনেছে ৪-২ গোলের ব্যবধানে। এই জয়ে রিয়ালকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছে জিরোনা। অন্যদিকে ৬ পয়েন্টে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে বার্সা।

এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় আর্টেম দোভাইকের গোলে এগিয়ে যায় জিরোনা। এটা ছিল চলতি মৌসুমে তার অষ্টম গোল।

১৯ মিনিটের মাথায় রবার্ত লেভানডোফস্কি হেডে গোল করে সমতা ফেরান। যা ছিল প্রায় এক মাস পর পাওয়া। এর আগে গেল ১২ নভেম্বর আলাভেসের বিপক্ষে সবশেষ গোল করেছিলেন তিনি।

আরো পড়ুন:

অবশ্য বিরতিতে যাওয়া আগ মুহূর্তে আবার এগিয়ে যায় জিরোনা। এ সময় মিগুয়েল গুতেরেস গোল করেন।

ম্যাচের শেষ মুহূর্তে তিন-তিনটি গোল হয়। তার মধ্যে জিরোনা করে ২টি এবং বার্সেলোনা ১টি। ৮০ মিনিটের মাথায় জিরোনার ভালেরি ফার্নান্দেজ গোল করে ব্যবধান ৩-১ করেন। ৯০+২ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির ইকলে গুনদোগান গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এদিন বার্সেলোনা ৩১টি আক্রমণ শানায়। তার মধ্যে ১১টি ছিল অন টার্গেটে। সেখান থেকে গোল হয় মাত্র ২টি। অবশ্য কৃতিত্ব দিতে হবে জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগাকে। অন্যদিকে জিরোনা মাত্র ৭টি অন টার্গেটে শট নিয়ে ৪টি গোল করে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়