ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

চার ম্যাচ পর জিতলো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৩:০৩, ১১ ডিসেম্বর ২০২৩
চার ম্যাচ পর জিতলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা ভালো যাচ্ছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। সবশেষ পাঁচ ম্যাচে জয় তাদের মাত্র একটি। তিনটিতে ড্র, একটিতে হার।

সবশেষ রোববার রাতে তারা লুটন টাউনের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ে ১৬ ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে স্কাই ব্লুজরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ৪ পয়েন্টে।

এদিন লুটনের মাঠে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৫+২) পিছিয়ে পড়ে ম্যানসিটি। এ সময় ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন লুটনের আন্দ্রোস টাউনসেন্ড। বাম কর্ণারে কাছ থেকে সেটাতে হেড নিয়ে জালে জড়ান এলিজা আদেবায়ো। উল্লাসে মেতে ওঠে ঘরের মাঠের দর্শক-সমর্থকরা। তার গোলে এগিয়ে থেকে খুশি মনে বিরতিতে যায় রেলিগেশন পয়েন্টে থাকা লুটন।

তবে বিরতির পর মাত্র তিন মিনিটের ব্যবধানে বার্নার্ডো সিলভা ও জ্যাক গ্রেয়ালিশ গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন।

৬২ মিনিটের মাথায় বাঁকানো নিচু শটে জালে পাঠান সিলভা। তাতে ম্যাচে ফেরে সমতা। আর ৬৫ মিনিটের মাথায় গ্রেয়ালিশ প্রিমিয়ার লিগে তার ক্যারিয়ারের ৫০তম গোল পেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়