ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

শ্রীলঙ্কাকে দুই শ`ও করতে দিলো না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০২৩
শ্রীলঙ্কাকে দুই শ`ও করতে দিলো না বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। আজ বুধবার গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশের যুবারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে এদিন টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে। তারা অবশ্য সুবিধা করতে পারেনি। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়েছে করে ১৯৯ রান। জিততে বাংলাদেশকে করতে হবে ২০০ রান।

নিয়ন্ত্রিণ বোলিং করে নিয়মিত বিরতিতে শ্রীলঙ্কার উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তাতে লঙ্কান যুবারা বড় কোনো জুটি গড়তে পারেনি। ফলে তাদের রানও খুব বেশি হয়নি।

ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান করেন পুলিন্দু পেরেরা। ২৫টি করে রান আসে অধিনায়ক সিনেথ জয়াবর্ধনে ও বিশ্ব লাহিরুর ব্যাট থেকে। এছাড়া রুসান্দা গামাগি ২৪, শারুঞ্জন ২১, রবিশান ডি সিলভা ২১, দিনুরা কালুপাহানা ২০ ও রুভিশান পেরেরা ১৯ রান করেন।

বল হাতে বাংলাদেশের ওয়াসি সিদ্দিকী ১০ ওভারে ১ মেডেনসহ ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন রোহানাত দৌল্যা বর্ষণ ও শেখ পারভেজ জীবন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ