ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চার ম্যাচ নিষিদ্ধ ইংলিশ অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২১ ডিসেম্বর ২০২৩  
চার ম্যাচ নিষিদ্ধ ইংলিশ অলরাউন্ডার

ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারান চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার আগে আম্পায়ারের সঙ্গে সংক্ষুব্ধ আচরণ করে এই নিষেধাজ্ঞা পান তিনি। মূলত আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি লঙ্ঘণ করেন।

ঘটনাটি ঘটেছিল গেল ১১ ডিসেম্বর সিডনি সিক্সার্স ও হোবার্ট হ্যারিকান্সের ম্যাচ শুরুর পূর্বে।

আরো পড়ুন:

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ সময় চতুর্থ আম্পায়ার টমকে পিচের মধ্যে দিয়ে হাঁটতে নিষেধ করেন। তখন তিনি রান-আপ প্র্যাকটিস করছিলেন। আম্পায়ার বলার পর তিনি অন্য উইকেটে গিয়ে রান-আপ প্র্যাকটিস শুরু করেন। এবার সেখানে গিয়েও আম্পায়ার তাকে নিষেধ করেন। তাতে ক্ষেপে যান টম। এরপর ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের বরাবর বোলিং রান-আপ নিয়ে দ্রুতবেগে দৌড়ে যান। আম্পায়ার কোনোরকমে পাশ কাটিয়ে তার সঙ্গে সংঘর্ষ এড়ান।

এই আচরণের মাধ্যমে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল-৩ লঙ্ঘন করেন। তাতে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে।

অবশ্য সিডনি সিক্সার্স তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়