ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিউ জিল্যান্ড কোচের প্রশংসা পেলেন সৌম্য

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২২ ডিসেম্বর ২০২৩   আপডেট: ২২:১৬, ২২ ডিসেম্বর ২০২৩
নিউ জিল্যান্ড কোচের প্রশংসা পেলেন সৌম্য

ঘরোয়া লিগে আহামরি কিছু না করেও জাতীয় দলে সুযোগ পাওয়ায় সৌম্য সরকারের সমালোচনা হচ্ছিল বেশ। প্রথম ম্যাচে ডাক মারায় কড়া সমালোচনার মুখে পড়েন তিনি ও কোচ হাথুরুসিংহে। তবে দ্বিতীয় ম্যাচে অনবদ্য ১৬৯ রানের ইনিংস খেলে সমালোচকদের দারুণ জবাব দেন সৌম্য।

এর আগে তার সেই ইনিংস ও ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন বর্তমান সময়ের ডাইন্যামিক অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। আজ শুক্রবার তৃতীয় ম্যাচের আগে সৌম্যকে প্রশংসায় ভাসালেন নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিডও। তিনি আরও জানিয়েছেন নেলসনের ওই ম্যাচে বাংলাদেশ ৩০-৪০ রান কম করেছিল।

আরো পড়ুন:

‘সৌম্য সরকার খুবই ভালো খেলেছে। দারুণ ব্যাটিং করেছে। নেলসনের ওই ম্যাচে তারা সম্ভবত ৩০-৪০ রান কম করেছিল। যেটা হয়তো করতে পারতো। তবে কৃতিত্ব আমাদের বোলারদের। তারা বাংলাদেশকে ওই অতিরিক্ত ৩০-৪০ রান করতে দেয়নি। পাশাপাশি পাওয়ার প্লে’তে তিন উইকেট তুলে নিয়ে তাদের চাপে রেখেছিল।’

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে কিউইরা। বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর পালা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়