ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নিগারদের সামনে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:২৪, ২৩ ডিসেম্বর ২০২৩
নিগারদের সামনে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম সাফল্যের কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জয়। ছেলেদের ঐতিহাসিক সেই সিরিজ জয়ের পর এবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী দল। সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে নিগার সুলতানা জ্যোতিরা।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। তিন ম্যাচের সিরিজে এর আগের দুই ম্যাচে প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচ জিতে সমতায় ফিরেছে প্রোটিয়া মেয়েরা।

সিরিজের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ। অনেক কিছুতেই তামিমদের সেই সিরিজের সঙ্গে মিল পাওয়া যায় এই ম্যাচের। তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল। পরের ম্যাচ জিতে সমতা ফিরিয়েছিল প্রোটিয়ারাও। তামিমের মতো ১-১ সমতা নিয়ে নিগাররাও নামছেন শেষ ম্যাচে।

এই সফরের আগে দক্ষিণ আফ্রিকায় আটটি ওয়ানডে খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশের মেয়েরা। এবার প্রথম ম্যাচেই জয়খরা ঘুচিয়ে তারা এখন ‘অলিখিত’ ফাইনালে। আজ জিতলেই তামিমদের সঙ্গে একই বিন্দুতে মিলে যাবেন জ্যোতিরা। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বাদও পাবেন। 

বাংলাদেশ আজ সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে। কেননা, ব্যাট-বলে দলের খেলোয়াড়রা সবাই ফর্মে রয়েছেন। ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন ফারজানা হক ও মুর্শিদা খাতুনরা। প্রথম ওয়ানডেতে তিনে নেমে ক্যারিয়ারসেরা অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন মুর্শিদা। দ্বিতীয় ম্যাচে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে দেশের বাইরে সেঞ্চুরি করেন ফারজানা।

বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে টি-টোয়েন্টি সিরিজের সাফল্যও। ওয়ানডের আগের বিশ ওভারের ম্যাচেও প্রোটিয়া নারীদের হারিয়েছে জ্যোতির দল। তামিমদের অতীয় ইতিহাসের সঙ্গে সব যখন মিলে যাচ্ছে, তখন সিরিজ জয়ের ধারাবাহিকতাও মিলে যাক। আরেকবার হোক ইতিহাসের পুনরাবৃত্তি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়