ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিসিবি’র প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন জাকা আশরাফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ১৯ জানুয়ারি ২০২৪  
পিসিবি’র প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন জাকা আশরাফ

অল্প কয়েকদিনের ব্যবধানে পাকিস্তান দলের প্রধান কোচ, টিম ডিরেক্টর ও ব্যাটিং কোচ সরে দাঁড়িয়েছেন। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন জাকা আশরাফ। আজ শুক্রবার তার সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি’র ম্যানেজমেন্ট কমিটি। জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার পরবর্তী প্রধানকে নিয়োগ দিবেন।

একজন দক্ষ ব্যাংকার ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাকা আশরাফ পদত্যাগ করে জানিয়েছেন, তিনি পাকিস্তান ক্রিকেটের ভালো ও উন্নতির জন্য কাজ করেছেন।

আরো পড়ুন:

২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই সময়টায় বেশ বিতর্কিত হন। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়