ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ বাংলাদেশে আসছেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৪৪, ২২ জানুয়ারি ২০২৪
আজ বাংলাদেশে আসছেন বাবর আজম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে আজ বাংলাদেশে আসছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এই আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানি তারকা। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স টিম ম্যানেজমেন্ট।
 
আজ বাংলাদেশে পা রেখেই দলের সঙ্গে যোগ দেবেন বাবর। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গেল আসরের ফাইনালিস্ট মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে বাবরকে পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে চোখের সমস্যার কারণে প্রথম ম্যাচ খেলেই ছিটকে গেছেন রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। চোখের সমস্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন সাকিব। ফলে আগামীকালের ম্যাচসহ অনির্দিষ্টকালের জন্য তাকে পাচ্ছে না রংপুর। বাবর যোগ দিলে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে তারা।

আরো পড়ুন:

বিপিএলে বাবর সবশেষ খেলেছিলেন সিলেট সিক্সার্সের হয়ে। বিপিএলের অষ্টম আসরে চায়ের দেশের দলটির হয়ে মাঠ মাতিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এরপর অবশ্য সিলেটের মালিকানা বদল হয়ে ‘সিলেট স্ট্রাইকার্স’ নামে খেলছে দলটি। এক আসর বিরতি দিয়ে আবারও বাংলাদেশে পা রাখলেন বাবর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়