ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে শেষ ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে জয় পেয়েছিল ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বেও প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে পেয়েছে তারা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচে দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন। ফরচুন বরিশাল পেসার আকিফ জাভেদকে বসিয়ে আজকের ম্যাচে নিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে। এই ম্যাচ দিয়েই বিপিএলের অভিষেক হলো এই প্রোটিয়া স্পিনারের।

আরো পড়ুন:

দুই দলের প্রথম দেখায় ৪০ রানের জয় পায় ফরচুন বরিশাল। তামিম, মুশফিকদের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৪৯ রানের বেশি করতে পারেনি তাসকিন আহমেদের দল।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, সাব্বির হোসেন, লাহিরু সামারাকন, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), তাহজিবুল ইসলাম (উইকেটকিপার), আরাফাত সানি ও শরিফুল ইসলাম।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়