ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ হার্ডির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
শুরুর আগেই নিউ জিল্যান্ড সিরিজ শেষ হার্ডির

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড সফর বেশ গুরুত্বপুর্ণ অস্ট্রেলিয়ার জন্য। এখানে নিজেকে প্রমাণ করে বিশ্বকাপে থাকার একটা দাবি তুলতে পারতেন অ্যারন হার্ডি। তবে শুরুর আগেই সেই আশা শেষ। পেশির সমস্যায় সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

মার্কাস স্টয়নিসের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন হার্ডি। কিন্তু একই সমস্যায় তিনিও ছিটকে গেলেন সিরিজ থেকে। হার্ডির বদলি হিসেবে স্পেন্সার জনসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। জনসন এখন পর্যন্ত দেশের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলে ৫ উইকেট নিয়েছেন।

আরো পড়ুন:

শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের ম্যাচে দ্বিতীয় দিন বোলিং করার সময় পায়ের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন হার্ডি। এরপর তার স্ক্যান করানো হয়। পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও সতর্কতার অংশ হিসেবে নিউ জিল্যান্ড সিরিজের দল থেকে তাকে বাদ দেওয়া হয়।

দুই দলের তিন টি-টোয়েন্টির সিরিজটি শুরু আগামী বুধবার। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ ফেব্রুয়ারি। 

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়