ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছক্কায় রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৪  
ছক্কায় রেকর্ড ভাঙলেন ম্যাক্সওয়েল

নিউ জিল্যান্ডের বিপক্ষে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ৪ বল মোকাবিলায় ১ ছক্কায় ৬ রান করে আউট হন বেন সিয়ার্সের বলে। অবশ্য এই ছক্কায়ই তিনি গড়েন নতুন রেকর্ড। ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ছিল ম্যাক্সওয়েলের ১২৬তম ছক্কা। আর এর মধ্য দিয়ে তিনি ফিঞ্চকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়ে যান। এই সিরিজের আগে ১২৫ ছক্কা নিয়ে ফিঞ্চের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ম্যাক্সি।

আরো পড়ুন:

১১৩ ছক্কা নিয়ে ম্যাক্সওয়েল-ফিঞ্চের পরেই আছেন ডেভিড ওয়ার্নার। চতুর্থ স্থানে আছেন শেন ওয়াটসন। তার মোট ছক্কা ছিল ৮৩টি। বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ ৬৬ ছক্কা নিয়ে এই তালিকায় আছেন পঞ্চম স্থানে।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাক্সওয়েল অনুমিতভাবেই থাকবেন দলে। অবসর নেওয়ার আগ পর্যন্ত তার ছক্কার সংখ্যাটা কোথায় নিয়ে গিয়ে থামেন দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়