ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অশালীন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
অশালীন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে রোনালদো

রগচটা খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর বেশ নামডাক আছে। ইউরোপে থাকাকালীন কয়েকবার সমালোচনার জন্ম দিয়েছিলেন পর্তুগিজ তারকা। সৌদি আরবে গিয়েও থেমে নেই তার সমালোচিত কর্মকাণ্ড। এবার অশালীন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন আল নাসর তারকা।

ঘটনার জন্ম গত পরশু আল শাবাবের বিপক্ষে ম্যাচে। রোববার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচটি ৩-২ গোলে জেতে রোনালদোর আল নাসর। ২১তম মিনিটে পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেন রোনালদো।

আরো পড়ুন:

এই গোলের মধ্যে দিয়ে একটি মাইলফলকও অর্জন করেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাব ফুটবলে এটি তার ৭৫০তম গোল। তবে এই মাইলফলক আড়ালে পড়ে গেছে রোনালদোর বিতর্কিত কাণ্ডে।

ম্যাচ শেষে আল শাবাবের সমর্থকরা রোনালদোকে উদ্দেশ্য করে তার এক সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম ধরে ‘মেসি, মেসি’ স্লোগান দিতে থাকে। এর খানিকবাদেই আল শাবাবের সমর্থকদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এই ঘটনার পর যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সৌদির বেশ কয়েকটি শীর্ষ সংবাদপত্র জানিয়েছে, দেশটির ফুটবল ফেডারেশন এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

সৌদি আরবের জনপ্রিয় লেখক ও টিভি উপস্থাপক ওয়ালিদ আল ফারাজ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ডিসিপ্লিনারি কমিটি বড় এক পরীক্ষায় পড়তে যাচ্ছে। আমরা অপেক্ষা করব এবং দেখব। আপনি যত বিখ্যাতই হন না কেন, সবকিছুরই সীমা আছে। বড় লিগগুলোতে তাই দেখা যায়।’

উল্লেখ্য, এর আগেও এমন কাজ করে সমালোচিত হয়েছিলেন রোনালদো। এই মাসের শুরুর দিকে রিয়াদ সিজন কাপের ফাইনালে আল নাসরের হারের পর গ্যালারি থেকে রোনালদোর দিকে জার্সি ছুড়ে দেওয়া হলে সেটা তুলে নিজের শর্টসের মধ্যে ঢুকিয়ে আলোচনার জন্ম দেন এই তারকা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়