ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছয়ের রেকর্ডে টপকালেন গেইলকে 

অর্ধেক বল হজম করেও কোহলির ৮৩ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৯ মার্চ ২০২৪  
অর্ধেক বল হজম করেও কোহলির ৮৩ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫তম বারের মতো অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ইনিংসের একটি কম অর্ধেক বল হজম করে  ৮৩ রান করেন।  

আরেকটু দ্রুতগতিতে কোহলি খেলতে পারলে চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) সংগ্রহ নিশ্চিত দুইশ পার হতো। শুক্রবার ঘরের মাঠ ব্যাঙ্গালুরুতে টস হেরে ব্যাটিং করতে নামে আরসিবি। কোহলির ব্যাটে ভর করে দলটি ৬ উইকেটে ১৮২ রান করে স্বাগতিক শিবির। 

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত থাকা কোহলির ইনিংসটা ছিল ধীরগতির। ফিফটি করেন ৩৬ বলে। এরপর ৩২ রান আসে ২৩ বলে। তার ব্যাট থেকে আসে ৫৯ বলে সর্বোচ্চ ৮৩ রান। 

এ দিন আরসিবির হয়ে সর্বোচ্চ ছয়ের রেকর্ড গড়েন কোহলি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৪০টি ছয়। ২৩৯ ছয় হাঁকানো ক্যারিবিয়ান ক্রিস গেইলকে টপকে যান তিনি। 

শেষ দিকে মাত্র ৮ বলে ২০ রান করে চ্যালেঞ্জিং স্কোর গড়তে বর ভূমিকা রাখেন দীনেশ কার্তিক। ইনিংসের শেষ বলে তিনি রানআউট হন। এ ছাড়া ক্যামেরন গ্রীন ২১ বলে ৩৩ রান করেন। 

জীবন পেয়েও ২৮ রানের বেশি করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। কেকেআরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন হারশিথ রানা। 

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়