ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সিরিজ বাঁচাতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:২৭, ২ এপ্রিল ২০২৪
সিরিজ বাঁচাতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতিয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই লাল-সবুজের বাংলাদেশের সামনে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (০২ এপ্রিল) টস জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। দুপুর ১২টায় খেলাটি শুরু হবে। প্রথম ম্যাচ ১০ উইকেটে জিতে সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১-০ ব্যবধানে।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ করেছিল বাংলাদেশ। আগের তিন ওয়ানডেতে এক’শ পেরোতে না পারলেও টি-টোয়েন্টিতে এসেই ১২৭ রানের লক্ষ্য দেয়। তবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই রান যে পর্যাপ্ত নয় তা বাংলাদেশ টের পেয়েছে ১০ উইকেটে হেরে।

বাংলাদেশ একাদশ:
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, নিগার সুলতানা, ফাহিমা খাতুন, স্বর্ণা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, শরিফা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ