ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহজ জয়ে আবার শীর্ষে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ৭ এপ্রিল ২০২৪  
সহজ জয়ে আবার শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে সহজ জয় পেয়েছে আর্সেনাল। তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে। এই জয়ে লিভারপুলকে পেছনে ঠেলে আবার শীর্ষে উঠেছে গার্নার্সরা।

৩১ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান শীর্ষে। ৩০ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে দ্বিতীয় স্থানে। আর ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে।

আরো পড়ুন:

এদিন ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। এ সময় গ্যাব্রিয়েল জেসাসকে বক্সের মধ্যে ফাউল করেন ব্রাইটনের তারিক লাম্পেটে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে বুকায়ো সাকা গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর ৬২ মিনিটে ব্যবধান বাড়ে আর্সেনালের। এ সময় জর্জিনহোর বাড়িয়ে দেওয়া বল পেয়ে কাছ থেকে বাম পায়ের শটে নিশানাভেদ করেন কাই হাভার্টজ। ৮৬ মিনিটে ব্রাইটনের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লিয়ান্দ্রে ট্রসার্ড। এ সময় পাল্টা আক্রমণে হাভার্টজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন তিনি। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। আর আর্সেনাল ফিরে পায় শীর্ষস্থান।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়