নিউ জিল্যান্ড সিরিজে বাবর-শাহীনের বিশ্রাম
আগামীকাল থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে পাকিস্তানের। এই সিরিজে অধিনায়ক বাবর আজম ও পেসার শাহীন আফ্রিদিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ বাবর ও শাহীনের বিশ্রামের ইঙ্গিত দেন।
আজহার বলেন, ‘যদি সম্ভব হয় বাবরকে বিশ্রাম দেওয়া হবে। তবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব পরিস্থিতি বিবেচনা করা হবে।’
এই সিরিজ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল শাহীন আফ্রিদি পুরোপুরি ফিট নন। সে কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আজহার, ‘শাহীন আফ্রিদি পুরোপুরি ফিট। আমি এই খবরটি শুনেছি যে, নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবে না। এটা মিডিয়ার খবর, আমাদের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি।’
অবসর ভেঙে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ফেরায় পাকিস্তান দলের শক্তি যেমন বেড়েছে তেমনি ভারসাম্য ও বিকল্পও বেড়েছে বলেই মনে করছেন কোচ, ‘আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আমরা চেষ্টা করেছি এমন দল বাছাই করতে যেটা একটি ম্যাচের সবদিকই যথাযথভাবে কাভার করে। মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম ফেরায় আমাদের সুবিধা হয়েছে। তাদের যেকোনো সময় ব্যবহার করতে পারবো।’
ঢাকা/আমিনুল