ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন চাহাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৭, ২২ এপ্রিল ২০২৪  
প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন চাহাল

আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন যুজবেন্দ্র চাহাল। আজ সোমবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে ১টি উইকেট নেন তিনি। অষ্টম ওভারে মোহাম্মদ নবীকে আউট করার মধ্য দিয়ে আইপিএলে ২০০ উইকেট পূর্ণ হয় তার।

মোট ১৫৩ ম্যাচ খেলে উইকেটগুলো নিয়েছেন তিনি। এই তালিকায় তার পেছনে আছেন ডোয়াইন ব্রাভো (১৮৩ উইকেট), পিযুশ চাওলা (১৮১*), ভুবনেশ্বর কুমার (১৭৪*) ও অমিত মিশ্রা (১৭৩*)।

৩৩ বছর বয়সী চাহাল আইপিএলে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০১১ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএল ক্যারিয়ার শুরু হয়। এরপর ২০১৪ সালে তিনি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। ২০২২ সালে যোগ দেন রাজস্থান রয়্যালসে।

বেঙ্গালুরুর হয়ে ১১৩ ম্যাচ খেলে ১৩৯ উইকেট নেন চাহাল। রাজস্থানের হয়ে এ পর্যন্ত নিয়েছেন ৬১ উইকেট। বাকি ২৬ উইকেট নিয়েছিলেন মুম্বাইর হয়ে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়