ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান বিশ্বকাপ জিতলে রাজকীয় আতিথেয়তায় হজের সুযোগ দিবে সৌদি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২ জুন ২০২৪   আপডেট: ২১:৪৫, ২ জুন ২০২৪

বাংলাদেশ সময় আজ রোববার সকালে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। বৃহস্পতিবার রাতে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এরপর ০৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে তারা। ১১ জুন খেলবে কানাডার বিপক্ষে। আর ১৬ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

বিশ্বকাপ উপলক্ষ্যে আজ রোববার পাকিস্তান দলকে শুভকামনা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি। সেখানে তিনি পাকিস্তানের জন্য বিশেষ এক পুরস্কারও ঘোষণা করেন। পাকিস্তান যদি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে আগামী বছর গোটা দলকে রাজকীয় আতিথেয়তায় হজ করার সুযোগ দিবে সৌদি।

আরো পড়ুন:

ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘আমার এই বার্তাটি পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য। আল্লাহ চাইলে এবার আপনারা এই বিশ্বকাপ জিতবেন। আর পাকিস্তানের মানুষ বিশ্বকাপে আপনাদের সাফল্য উদযাপন করবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও আমি পাকিস্তানের সর্বাঙ্গিন সাফল্য ও উন্নতি কামনা করছি। পাকিস্তান দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজকীয় আতিথয়েতায় হজ করার সুযোগ পাবে।’

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়