ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিলারার এবার ১২ ছক্কায় ১৬৪ রান, আবাহনীর ৪০২

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১০ জুন ২০২৪  
দিলারার এবার ১২ ছক্কায় ১৬৪ রান, আবাহনীর ৪০২

আগের রাউন্ডেই ৫৪ বলে ১০০ রান তুলে তোলপাড় তুলেছিলেন দিলারা দোলা। আজ আবারও হাসলো তার ব্যাট। এবার খেললেন আরও বিধ্বংসী ইনিংস। আবাহনীর ব্যাটসম্যান বিকেএসপিতে আজ ঢাকা প্রিমিয়ার লিগে ৬৬ বলে তুলে নেন সেঞ্চুরি। এরপর ৯৫ বলে খেলেন ১৬৪ রানের ইনিংস। যেখানে ছিল ৯ চার ও ১২ ছক্কার মার। তার তাণ্ডবীয় ইনিংসে ঢাকা লিগে দ্বিতীয়বারের মতো চারশতাধিক রান করলো আবাহনী লিমিটেড।

সিটি ক্লাবের বিপক্ষে আবাহনীর ইনিংস থামে ৫ উইকেটে ৪০২ রানে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সিটি ক্লাবের মেয়েরা গুটিয়ে যায় ৫২ রানে। আবাহনী জয় পায় ৩৫০ রানের বিশাল ব্যবধানে। দিলারা বাদে এদিন আবাহনীর হয়ে রান পেয়েছেন শারমীন সুলতানা (৬৫) ও ঝিলিক (৭০)। শেষ দিকে প্রত্যাশা (৩৮) ও নাহিদা (৩২) রাখেন অবদান।

আরো পড়ুন:

বল হাতে আবাহনীর সেরা পেসার জাহানারা আলম। ১৬ রানে ৫ উইকেট নেন ডানহাতি পেসার। এছাড়া শরিফা খাতুন পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার। আবাহনীর এটি অষ্টম ম্যাচে সপ্তম জয়। আট ম্যাচে আট জয় নিয়ে শীর্ষে আছে মোহামেডান।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়