ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের সাফল্যের রহস্য জানালেন রোহিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ২৮ জুন ২০২৪   আপডেট: ১০:৩২, ২৮ জুন ২০২৪
ভারতের সাফল্যের রহস্য জানালেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে দুর্দান্ত গতিতে ছুটছে ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পৌছে গেছে ফাইনালের মহামঞ্চে। ফাইনালে ওঠার পথে ইংলিশদের স্রেফ উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল। ভারতের এমন সাফল্যের পেছনে আক্রমণাত্মক ক্রিকেটকেই কৃতিত্ব দিচ্ছেন রোহিত।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

আরো পড়ুন:

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘দল হিসাবে আমাদের খুব শান্ত থাকতে হবে। কারণ, মাথা ঠান্ডা থাকলে তবেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ফাইনালে জিততে হলে ভাল ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এবার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটাই ফাইনালে আরও একবার খেলতে চাই।’

‘আমরা দল হিসেবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার অবদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’ – আরও যোগ করেন রোহিত।

দলের সেরা তারকা বিরাট কোহলি আসরজুড়েই ব্যর্থ। তবুও দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটারের ওপর আস্থা হারাচ্ছেন না রোহিত, ‘কোহলি কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার ক্যারিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও সে ওপেন করবে।’

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়