ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোলশূন্য প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল-উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৭ জুলাই ২০২৪   আপডেট: ০৮:৩৩, ৭ জুলাই ২০২৪
গোলশূন্য প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল-উরুগুয়ে

কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে একটা জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল আগেই। লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও উরুগুয়ের লড়াই বলে কথা। ম্যাচেও সেটাই দেখা গেল। তাতে প্রথমার্ধে ব্রাজিল ও উরুগুয় দুই দলই সমানে সমান লড়ে গেল। তবে গোল পায়নি কেউ।

আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে বল দখলের লড়াইয়ে সমানে সমান লড়ে গেছে দুই দল। উরুগুয়ের ৫১ শতাংশের বিপরীতে ব্রাজিল বল পেয়েছে ৪৯ শতাংশ। উরুগুয়ে ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি, ব্রাজিল ৪ শটের ২টি লক্ষ্যে রাখলেও গোলের দেখা পায়নি।

আরো পড়ুন:

প্রথমার্ধের শুরু থেকেই দুই দল বল দখলের লড়াইয়ের চেয়ে শারিরীক শক্তির লড়াই দেখাতেই যেন মনোযোগী ছিল। তাতে ১৩ মিনিটেই ৫টি ফাউল দেখতে হয়েছে দর্শকদের।  এর মধ্যে ম্যাচের প্রথম আক্রমণটা করে ব্রাজিল। তবে রাফিনিয়ার বাম পায়ের শট বক্সের বাইরে বাধা পায়। এরপর অষ্টাদশ মিনিটে পরপর দুটি আক্রমণ শাণায় উরুগুয়ে।

ম্যাচের ৩৫তম মিনিটে মোক্ষম একটু সুযোগ পেয়েছিল ব্রাজিল, তবে কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। লুকাস পাকোতা হেড দিয়ে পাস বাড়িয়েছিলেন বার্সেলোনা ফরোয়ার্ডের দিকে। বল পেয়েই চিতার গতিতে ছুট দেন রাফিনিয়া। বক্সে গিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শট নিয়েছিলেন। এক হাতে সেটা রুখে দিয়ে তাকে হতাশ করেন উরুগুয়ে গোলরক্ষক।

প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি মিস করেন রাফিনিয়া। ফলে ব্রাজিলের সুযোগ থাকলেও এগিয়ে যাওয়া হয়নি। তাতে প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়