ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

চার মাসের ব্যবধানে আরও এক নারী ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৮ জুলাই ২০২৪   আপডেট: ১৬:৪০, ৮ জুলাই ২০২৪
চার মাসের ব্যবধানে আরও এক নারী ফুটবলারের মৃত্যু

সন্তান জন্ম দিতে গিয়ে গেল ১৪ মার্চ মারা গিয়েছিলেন সাফ জয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুন। তার মৃত্যুর ৩ মাস ২৫ দিনের মাথায় মারা গেলেন আরও এক নারী ফুটবলার। নাম তার মিথিলা আক্তার। যিনি নিয়মিত বাফুফের ক্যাম্পে ছিলেন। খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক বার্তায় জানা যায়, মিথিলা দীর্ঘ দিন ধরে লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছিলেন। এরপর গতকাল রোববার (০৭ জুলাই, ২০২৪) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তাগণ। তারা গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়