ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দানি আলভেজকে টপকে নতুন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৫ জুলাই ২০২৪  
দানি আলভেজকে টপকে নতুন রেকর্ড মেসির

২০২১ সালের কোপা আমেরিকা দিয়ে শুরু। তারপর থেকে এখন পর্যন্ত সময়টা শুধু আর্জেন্টিনার। কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালিসিমা পেরিয়ে আবারো কোপার মঞ্চে জয়োল্লাস। আর্জেন্টিনার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় নায়ক লিওনেল মেসি। এবার কোপা জেতার মধ্যে দিয়ে শিরোপার শিখরে পৌছে গেলেন সর্বকালের অন্যতম সেরা তারকা।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রেখেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জয়ের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে শিরোপা জয়ের শীর্ষে পৌঁছে গেছেন মেসি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৫ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আরো পড়ুন:

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে, যার মধ্যে জাতীয় দলের পাশাপাশি রয়েছে তিনটি ক্লাব। আর্জেন্টিনা, বার্সেলোনা, ইন্টার মায়ামি, পিএসজি-এই চার দলের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। মেসি পেছনে ফেলেছেন ঘনিষ্ঠ বন্ধু দানি আলভেজকে। ব্রাজিলিয়ান তারকার শিরোপা ৪৪টি।

বার্সেলোনার জার্সিতে মেসি জিতেছেন ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা। পিএসজির হয়ে জিতেছেন লিগ ওয়ান শিরোপা, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। ইউরোপীয় ফুটবল ছেড়ে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতেও জিতেছেন লিগ কাপ।

আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে ঘুচিয়েছেন ২৮ বছরের আক্ষেপ। এরপর কাতারে বিশ্বকাপ জিতে মোচন করেন ৩৬ বছরের খরা। ২০২২ সালে ফিনালিসিমার পর ২০২৪ সালে এসে জিতলেন আরেকটি কোপা আমেরিকার শিরোপা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়