নারী এশিয়া কাপ-২০২৪
সেমিফাইনালের সমীকরণ মেলাতে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে। তবে মাঠের খেলায় সেটা দেখাতে পারলো না তারা। তাতে সেমিফাইনালের পথ খানিকটা কঠিন হয়ে গেল। আজ মালয়েশিয়ার বিপক্ষে জিতলেও তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে।
আজ বুধবার (২৪ জুলাই) বেলা আড়াইটায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে নিজেদের গ্রুপের অন্য ম্যাচটির দিকেও।
বাংলাদেশ সমীকরণটা কঠিন করেছে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৭ উইকেটে হারালেও সে পথটা কণ্টকমুক্ত হয়নি! গ্রুপ পর্বে আজ তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জেতার পর বাংলাদেশকে চোখ রাখতে হবে শ্রীলঙ্কা-থাইল্যান্ড ম্যাচের দিকেও।
সমীকরণের দিকে তাকালে দেখা যায়, ২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার ৩ নম্বরে বাংলাদেশ। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে দুইয়ে থাইল্যান্ড। আজ যদি বাংলাদেশ মালয়েশিয়াকে হারায় এবং শ্রীলঙ্কার বিপক্ষে থাইল্যান্ড হারে, তবে সরাসরি সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে থাইল্যান্ডের জয়ের সম্ভাবনা অবশ্য কম। এখানে আশার আলো দেখতে পারেন জ্যোতিরা। তবে কোনোভাবে যদি থাইল্যান্ড জিতে যায়, তাহলে সামনে আসবে রানরেটের হিসেব। সেক্ষেত্রে থাইল্যান্ড এগিয়ে থাকায় আসর থেকে বিদায় ঘণ্টা বাজতে পারে বাংলাদেশের।
ঢাকা/বিজয়