ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিগস কাপ থেকে মেসিহীন মায়ামির বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫৭, ১৪ আগস্ট ২০২৪
লিগস কাপ থেকে মেসিহীন মায়ামির বিদায়

গেল বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই আলোচনার ঝড় তুলেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে এনে দিয়েছিলেন লিগস কাপের শিরোপা। এবার আর সেটা হলো না। লিগস কাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেল মায়ামি। কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হার মেনে নেয় মেসিহীন দলটি।

মেসি কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলা ইন্টার মায়ামিও যেতে পারলো না বেশিদূর। এগিয়ে থেকেও মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল খেয়ে ছিটকে যায় গেলবারের চ্যাম্পিয়নরা।

আরো পড়ুন:

ম্যাচে শুরুটা দুর্দান্ত করে মায়ামি। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের দশম মিনিটে এগিয়ে যায় মায়ামি। এরপর দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে গোল করে দলকে আরেকটু এগিয়ে দেন আরেক প্যারাগুইয়ান ডিয়েগো গোমেজ।

এরপর যা হলো সেটাকে দুর্দান্ত প্রত্যাবর্তন বললেও কম হয়ে যায়। পিছিয়ে পড়ার ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে কলম্বাস। ৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস। আজ শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্স ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছেন নিউইয়র্ক সিটি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়