ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, দ্রুত সেরে ওঠার আশা 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫০, ১৭ আগস্ট ২০২৪
আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক, দ্রুত সেরে ওঠার আশা 

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। প্রথম চারদিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসের আগে নেট সেশনে ব্যথা পান তিনি। তবে ব্যথা গুরুতর না হওয়ায় দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছেন মিস্টার ডিপেন্ডেবল। আশা করছেন প্রথম টেস্টে খেলতে পারবেন। 

সংবাদমাধ্যমে আঙুলে ব্যাথা পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন মুশফিক, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’

আরো পড়ুন:

শনিবার (১৭ আগস্ট) দুপুরে মুশফিক কথা বলেন। তিনি এখন যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। টেস্টের প্রস্তুতির জন্য মুশফিকরা ‘এ’ দলের হয়ে খেলেন। এর আগে মাহমুদুল হাসান জয় ছিটকে যান ইনজুরিতে পড়ে। কুঁচকির চোটে পড়েন তিনি। জয়ের সেরে উঠতে তিন সপ্তাহের বেশি লাগবে। 

২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। মুশফিক প্রত্যাশা করছেন ‘এ’ দলের হয়ে ক্রিকেটাররা টেস্টে ভালো কিছু করবেন, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু অনুশীলন সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’

তবে বৃষ্টির বাধার কারণে ‘এ’ দলের হয়ে ঠিকঠাক অনুশীলন করতে না পারার কথাও বলেছেন মুশফিক, ‘যেটা বললাম, কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমরা সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়