ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে চারে নামবেন বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ১৭ আগস্ট ২০২৪  
বাংলাদেশের বিপক্ষে চারে নামবেন বাবর

পাকিস্তানের দাপুটে ব্যাটসম্যান বাবর আজম বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচে চারে ব্যাটিং করবেন। জিও নিউজের সূত্র দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে। 

একই সঙ্গে জানিয়েছে, ওপেনার আব্দুল্লাহ শফিকের দলে জায়গা নিয়ে কোনো সংশয় নেই। ওপেনার হিসেবেই তাকে দেখা যাবে। অধিনায়ক শান মাসুদ তিন নম্বরে ব্যাটিংয়ে নামবেন। এরপর আসবেন বাবর। 

ওপেনিং বাদে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর সীমিত পরিসরের ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করে আসছেন। গত বছর অস্ট্রেলিয়া সফরে লাল বলের ক্রিকেটে সেই ধারা পরিবর্তন আনতে শুরু করেন তিনি। ব্যাটিং করেছেন চার নম্বরে। এর আগে ২০২২ সালে পাকিস্তানের শ্রীলঙ্কা সফরে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন বাবর। এছাড়া গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও তিনে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। পরিসংখ্যান বলছে, চারে ব্যাটিং করেই সবচেয়ে সফল বাবর। ৩০ টেস্টে ৪৭ ইনিংসে ২৩৯৮ রান করেছেন। ৯ সেঞ্চুরির ৭টিই পেয়েছেন চার নম্বরে। বাকি দুইটি পাঁচ ও ছয় নম্বরে। 

এ ছাড়া তিনে ১০ টেস্টে ১৯ ইনিংসে রান ৫১০। সেঞ্চুরি না থাকলে ফিফটি আছে পাঁচটি। বাংলাদেশের বিপক্ষে ৩ টেস্ট কেবল ৪ ইনিংস ব্যাটিং করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১টি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে নামের পাশে। রান করেছেন ২৪২। এবার দুই টেস্টে নিজেকে কোথায় নিয়ে যেতে চান সেটাই দেখার। 

এদিকে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে ব্যাটসম্যান মোহাম্মদ হুরায়রার। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্টের প্রথমটি শুরু হবে। এই টেস্ট দিয়ে পাকিস্তানের কোচ হিসেবে পথ চলা শুরু হবে জেসন গিলেস্পির। দ্বিতীয় টেস্ট করাচিতে শুরু হবে ৩০ আগস্ট থেকে। 

ইয়াসিন//

সর্বশেষ

পাঠকপ্রিয়