ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও ভালো খেলার লক্ষ্যে মাঠে নেমে হেরে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:১০, ৮ সেপ্টেম্বর ২০২৪
আরও ভালো খেলার লক্ষ্যে মাঠে নেমে হেরে গেল বাংলাদেশ

উচ্চতাজনিত সমস্যা কাটিয়ে ভুটানের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ রোববার দ্বিতীয় ম্যাচে আরও ভালো খেলার লক্ষ্য ছিল জামাল-মোরসালিনদের। কিন্তু উল্টো তারা হেরে গেছে। ফিফা র‌্যাংকিংয়ে দুইধাপ এগিয়ে থাকা ভুটান শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ৯০ মিনিটের মাথায় গোল হজম করে সফরকারীরা।

এদিন শুরু থেকেই বাংলাদেশ রক্ষণাত্মক খেলে। তাতে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায় না কোনো দল। বিরতির পরও চলে সমানতালে লড়াই। অবশ্য প্রথম ম্যাচে হার মানা ভুটান চাপ তৈরি করে খেলার চেষ্টা করে। শেষ মুহূর্তে গিয়ে সেটার ফলও পায় না। ৯০ মিনিটের মাথায় ডি বক্সের সামনে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে আসা বল ডি বক্সের মধ্যে ঘুরে চলে যায় বদলি খেলোয়াড় হিসেবে নামা কিঙ্গার কাছে। তিনি ভলিতে বল জালে জড়ান। গোটা স্টেডিয়াম উল্লাসে ফেঁটে পড়ে।

আরো পড়ুন:

শেষ পর্যন্ত কিঙ্গার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়