অস্ট্রেলিয়া ১, ইংল্যান্ড ১, বৃষ্টি ১
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি বৃষ্টির পেটে গেল। তাতে সিরিজটি অমীমাংসিতভাবেই শেষ হলো।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২৮ রানে হারায় ইংল্যান্ডকে। লিয়াম লিভিংস্টন ঝড়ে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকরা।
আজ রোববার (১৬ সেপ্টেম্বর) ওল্ড ট্রাফোর্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে খেলা দূরের কথা, টস করাও সম্ভব হয়নি।
সর্বনিম্ন ৫ ওভার খেলা হওয়ার জন্য সময় ছিল বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত। কিন্তু বৃষ্টির দাপটের কারণে ৪টা ১৮ মিনিটে ম্যাচ অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করে দেন।
অবশ্য বৃষ্টি কি অস্ট্রেলিয়াকে বাঁচালো নাকি ইংল্যান্ডকে সেটা বোঝার উপায় থাকলো না। তবে ম্যাচটি হলে নিঃসন্দেহে উত্তাপ ছড়াত। সেটি ক্রিকেটপ্রেমীরা উপভোগ করতে পারত।
ঢাকা/আমিনুল