ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাঠে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা 

ক্রীড়া প্রতিবেদক, গোয়ালিয়র থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৪২, ৫ অক্টোবর ২০২৪
মাঠে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবাম দুবে। 

শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। লোয়ার ব্যাক ইনজুরিতে শিবাম মাঠের বাইরে চলে যান। 

শিবামের পরিবর্তে তিলক ভার্মার নাম ঘোষণা করেছে ইন্ডিয়ার সিনিয়র নির্বাচক কমিটি। তবে তিলক এখনো প্রথম টি-টোয়েন্টির ভেন্যু গোয়ালিয়রে এসে পৌঁছাননি।

আগামীকাল রোববার সকালে গোয়ালিয়রে আসার কথা রয়েছে তিলকের। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে দুই দল। 

এর আগে, ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার তিলক। ১৩৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৩৬টি। বল হাতে অবশ্য সুবিধা করতে পারেননি। মাত্র ২ উইকেটের দেখা পেয়েছেন। 

ভারত স্কোয়াড

সুরিয়া কুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হার্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

গোয়ালিয়র/রিয়াদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়